‘অভিপূর্বক নী-ধাতু অ’-এর কাঁটা – নারায়ণ সান্যাল

‘অভিপূর্বক নী-ধাতু অ’-এর কাঁটা  – নারায়ণ সান্যাল

রচনাকাল : প্রাকপূজা ’93
[ শারদীয়া ‘প্রতিদিন’-এ ’94-এ প্রকাশিত ]
পুস্তকাকারে প্রকাশ : বইমেলা ’95
গ্ৰন্থ ক্রমিক : ’95
অলঙ্করণ : সন্দীপন ভট্টাচার্য
অলকনন্দা সেনগুপ্ত
প্রচ্ছদ শিল্পী : অরূপেশ জানা
উৎসর্গ : ক্যাপ্টেন সত্যচরণ লাহিড়ী

কৈফিয়ৎ

পি. কে. বাসু, বার অ্যাট ল’র ‘কাঁটা সিরিজের’ এটি ত্রয়োদশ কাহিনী। ট্রায়াল বল ‘নাগচম্পা’কে ধরে। স্ট্যানলি গার্ডনারের কাছে কৃতজ্ঞতা স্বীকার করার আর বোধকরি প্রয়োজন নেই : এই ‘কাঁটা সিরিজ’ প্রসঙ্গে।

কাহিনীর প্রথম দিকেই দেখা যাচ্ছে জুনিয়র উকিলকে কিছু পরামর্শ দিচ্ছেন বাসুসাহেব, কীভাবে ক্রশ-এগজামিন করতে হবে। এই প্রসঙ্গে মনে পড়ছে ফিলাডেলফিয়া বারের আইন-বিশেষজ্ঞের পরামর্শ। তরুণ আইনজীবীদের উদ্দেশে ডেভিড পল ব্রাউনের কিছু উদ্ধৃতি লিপিবদ্ধ করি—

(1) Never take your eyes from that of the witness.

( 2 ) Be not regardless to the voice of the witness. Next to eyes, it is the best interpretor of his mind.

( 3 ) Be mild with the mild, shrewd with the crafty, confiding with the honest. merciful to the young, frail and fearful, rough to the raffian and a thunder- bolt to a lier.

Lesson Content
0% Complete 0/17 Steps
Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *