ভরত বংশের রাজা যযাতি ও তাঁর স্ত্রী শর্মিষ্ঠার (অসুরদের রাজা বৃষপর্বার দুহিতা) পুত্র । শাপগ্রস্থ যযাতির জরা নিজ-দেহে গ্রহণ করতে অসন্মত হওয়ায় যযাতি অনুকে অভিশাপ দেন যে, অনু নিজেও জরাগ্রস্থ হবেন এবং ওঁর বংশধররাও যৌবনে পা দিতে না দিতেই জরায় আক্রান্ত হবেন। অনুর থেকেই ম্লেচ্ছ জাতির সৃষ্টি হয়।