অচল প্রেমের পদ্য – ০২

কোনদিন, আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,-
‘চলো যেদিকে দুচোখ যায় চলে যাই’,
যাবে?

5 Comments
Collapse Comments

Jabo……..nah parbona bodhoy……

তারা তুমি কেন পারবে না ,জান তোমাকে ছাড়াতো আমি বাঁচব না!

খূব ভালো লেগেছে।

কথা গুলো যেনো কারো মনের কথা বলে ।
কাউকে দগ্ধ অনলে পোড়ায়
হয়তো বা কারো
আনন্দের খোরাক হয়ে যায় ……।

এমন ১টা প্রশ্ন করেছেন যার উত্তর মণ থেকে দিতে হবে ! এটা সকল মণকে শিহরীত করে !
খুবই ভাল লেগেছে…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *