উপনিষদ – প্রথম ভাগ – স্বামী লোকেশ্বরানন্দ
উপনিষদ – প্রথম ভাগ – স্বামী লোকেশ্বরানন্দ
প্রথম সংস্করণ: জানুয়ারি ১৯৯৯
ভূমিকা
স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন ঘরে ঘরে বেদান্ত পৌঁছে দিতে। তাঁর বিশ্বাস, এতে জাতির মেরুদণ্ড শক্ত হবে। বেদান্তের বাণী কি? আমাদের সকলের মধ্যে যে ঈশ্বরীয় সত্তা বিদ্যমান, সেই সত্তাকে ফুটিয়ে তোলা—প্রাত্যহিক জীবনে। যদি একজন বুদ্ধ হতে পারেন, তবে আমরা সবাই বুদ্ধ হতে পারি। এই সত্যকে কথায় এবং কাজে পরিণত করাই জীবনের উদ্দেশ্য। বেদান্ত বলে, নিজেকে যা ভাববে, তুমি তাই হবে। পাপী ভাবলে পাপীই হবে। নিজেকে পাপী ভাবাই পাপ।
‘উপনিষদ’ বেদান্ত-গ্রন্থের সার। প্রধান কয়েকটি উপনিষদ এখানে অনুবাদ করে দেওয়া হল—যথাসম্ভব শঙ্করাচার্যকে অনুসরণ করে এবং সহজ সরল ভাষায়। এবিষয়ে অনেকে সাহায্য করেছেন। তাঁদের সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই।
স্বামী লোকেশ্বরানন্দ
Joyonto09
লোকেশ্বরানন্দজীর উপনিষদের দ্বিতীয় খণ্ডটি কাইন্ডলি এড করুণ।