গীতাঞ্জলি – রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি – রবীন্দ্রনাথ ঠাকুর Book Content যাবার দিন এই কথাটি তুমি যখন গান গাহিতে বল জননী তোমার করুণ চরণখানি মেঘের ‘পরে মেঘ জমেছে জগৎ জুড়ে উদার সুরে কোথায় আলো কোথায় ওরে আলো আজি ঝড়ের রাতে তোমার অভিসার আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল জানি জানি কোন্ আদি কাল হতে তুমি কেমন করে গান কর যে গুণী অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে আমার নয়ন-ভুলানো এলে লেগেছে অমল ধবল পালে আমরা বেঁধেছি কাশের গুচ্ছ কত অজানারে জানাইলে তুমি আমার মাথা নত করে দাও হে তোমার আমি বহু বাসনায় প্রাণপণে চাই বিপদে মোরে রক্ষা করো প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে তুমি নব নব রূপে এসো প্রাণে আজ ধানের খেতে রৌদ্রছায়ায় আনন্দেরই সাগর থেকে তোমার সোনার থালায় সাজাব আজ যদি তোমার দেখা না পাই প্রভু হেরি অহরহ তোমারি বিরহ অন্তর মম বিকশিত করো আজি শ্রাবণ-ঘন-গহন-মোহে দেবতা জেনে দূরে রই দাঁড়ায়ে আর আমায় আমি নিজের শিরে বইব না যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন মানের আসন আরামশয়ন নয় তো তোমার তরে প্রভুগৃহ হতে আসিলে যেদিন বীরের দল তোমায় আমার প্রভু করে রাখি যা দিয়েছ আমার এ প্রাণ ভরি শেষের মধ্যে অশেষ আছে এই কথাটি মনে দিবস যদি সাঙ্গ হল না যদি গাহে পাখি এই করেছ ভালো, নিঠুর, এই করেছ ভালো আরো আঘাত সইবে আমার বজ্রে তোমার বাজে বাঁশি আর নাই রে বেলা নামল ছায়া প্রভু তোমা লাগি আঁখি জাগে এই মলিন বস্ত্র ছাড়তে হবে গায়ে আমার পুলক লাগে আকাশতলে উঠল ফুটে তুমি এবার আমায় লহো হে নাথ লহো জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে সবা হতে রাখব তোমায় আড়াল ক’রে দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে 1 of 4 লেখক: রবীন্দ্রনাথ ঠাকুরবইয়ের ধরন: Editor's Choice, কাব্যগ্রন্থ / কবিতা
Leave a Reply