২৫টি নতুন ভূত – সম্পাদনা : শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ভূমিকা
পঁচিশটি নতুন ভূতের গল্প এক অভিনব পরিকল্পনা। এই সংকলনে গ্রথিত গল্পগুলি ইতিপূর্বে কোথাও প্রকাশিত হয়নি, সরাসরি সংকলনে স্থান পেয়েছে। কাজেই পাঠকদের একবার পড়া গল্প আবার পড়ার বিরক্তি থাকছে না।
লেখকরা সকলেই অল্পবিস্তর পাঠকমহলে পরিচিত। কাজেই তাঁদের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। প্রশ্ন তো আছেই। ভূত আছে কি নেই—এই সনাতন প্রশ্নের জবাব দিতে দিতে আমি হয়রান হয়েছি কম নয়। থাক বা না-থাক, তাদের নিয়ে গল্প লিখতে তো অসুবিধে নেই। কত নেই জিনিস নিয়েই তো গল্প লেখা হয়।
পারুল প্রকাশনী এরকম নানা পরিকল্পনায় বই ছেপে থাকা প্রকাশনায় পরীক্ষা-নিরীক্ষারও প্রয়োজন আছে।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
.
লেখক পরিচিতি
শক্তিপদ রাজগুরু
জন্ম ১৯২২ সালে। বড়োদের পাশাপাশি ছোটোদের জন্যেও লেখেন। কিশোর খুবই প্রিয় তাঁর সৃষ্ট ‘পটলা’ চরিত্রটি। নির্মল হাস্যরসের গল্পগুলি পাঠক-সমাদৃত। তাঁর উল্লেখযোগ্য বই : মেঘে ঢাকা তারা, অগ্নিসাক্ষর, আঁধারে একটু আলো প্রভৃতি।
শৈলেন ঘোষ
জন্ম ১৯৩১ সালে। তিনি শুধুমাত্র ছোটোদের জন্যেই লেখেন। তাঁর অসংখ্য গল্প-উপন্যাস পাঠকের হৃদয় জয় করেছে। রূপকথার গল্প লেখায় তিনিই বাংলা সাহিত্যের শেষ লেখক। ‘শিওরঙ্গন’ সংস্থার সঙ্গে যুক্ত। তাঁর উল্লেখযোগ্য বই : মিতুল নামে পুতুলটি, আমার নাম টায়রা, ভালোবাসার ছোট্ট হরিণ প্রভৃতি।
অতীন বন্দ্যোপাধ্যায়
জন্ম ১৯৩৪ সালে। প্রথমে জাহাজের কর্মী ছিলেন। সমুদ্রে ঘুরে বেড়িয়েছেন। পরে শিক্ষকতা করেন কিছুদিন। শেষে সাংবাদিকতার চাকরি। বড়োদের সঙ্গে ছোটোদের জন্যেও অনেক লিখেছেন। উল্লেখযোগ্য বই : বিন্নির খই লাল বাতাসা, অরণ্যরাজ্যে ম্যান্ডেলা, ফেনতুর সাদা ঘোড়া, অলৌকিক জলযান, নীলকণ্ঠ পাখির খোঁজে প্রভৃতি।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
জন্ম ১৯৩৫ সালে। স্কুলে শিক্ষকতা দিয়ে জীবন শুরু করেছেন। পরে সাংবাদিকতায় আসেন। জনপ্রিয় কথাসাহিত্যিক। বড়োদের মতো ছোটোদের জন্যেও অনেক ভালো লেখা লিখছেন। উল্লেখযোগ্য বই : ঘুণপোকা, মানবজমিন, মনোজদের অদ্ভুত বাড়ি, গোঁসাইবাগানের ভূত প্রভৃতি।
শরদিন্দু কর
জন্ম ১৯৪০ সালে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। সোভিয়েত রাশিয়ায় চাকরি সূত্রে ছিলেন। অবসর নিয়েছেন। বড়োদের ও ছোটোদের জন্যে লেখেন। উল্লেখযোগ্য বই : মানুষের রূপকথা, মায়ামানুষ প্রভৃতি।
বলরাম বসাক
জন্ম ১৯৪৩ সালে। ছোটোদের জন্য দারুণ সব লেখা লিখেছেন। বিখ্যাত বই : পিঁপড়ে হাতি, হালুম প্রভৃতি।
হীরেন চট্টোপাধ্যায়
জন্ম ১৯৪৪ সালে। বাংলা সাহিত্যে এম.এ.। অধ্যাপনা করতেন। বড়োদের পাশাপাশি ছোটোদের জন্যও লেখেন। উল্লেখযোগ্য বই : কিস্তিবন্দি, গোয়েন্দার নাম ম্যাক, পার্কের সেই বুড়ো প্রভৃতি।
শ্যামল দত্তচৌধুরী
জন্ম ১৯৪৫ সালে। ইঞ্জিনিয়ার, স্টিম বোলিং মিল থেকে স্বেচ্ছা অবসর নিয়ে পুরোদমে সাহিত্য রচনায় আছেন। বড়োদের চেয়ে কিশোররা তাঁর লেখার ভক্ত পাঠক। উল্লেখযোগ্য বই : বমাল গ্রেফতার, কেমন আছে ইয়েতিরা প্রভৃতি।
গৌর বৈরাগী
জন্ম ১৯৪৬। বাণিজ্য বিভাগের স্নাতক। সরকারি কর্মী ছিলেন। বড়োদের পাশাপাশি ছোটোদের জন্যেও মনকাড়া লেখা লেখেন। উল্লেখযোগ্য বই : আকাশকুসুমপুরের ডাইরি, গম্ভীরপুরের রাজামশাই, আকাশবাণী মহাদেবপুর প্রভৃতি।
শিশির বিশ্বাস
জন্ম ১৯৪৯ সালে। ভারত সঞ্চার নিগমের অবসরপ্রাপ্ত আধিকারিক। মূলত ছোটোদের জন্যে লেখেন। তাঁর উল্লেখযোগ্য বই, রোমাঞ্চ সব গল্পেই।
রতনতনু ঘাটী
জন্ম ১৯৫৩ সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাস করে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু। এখন ‘আনন্দমেলা’ পত্রিকার সহ সম্পাদক। বড়োদের পাশাপাশি শিশু ও কিশোরদের জন্যে কবিতা, গল্প, উপন্যাস লেখেন। উল্লেখযোগ্য বই : মামাদের পোষা পরি, তিতির বন্ধু, কমিকস দ্বীপে টিনটিন প্রভৃতি।
সর্বাণী বন্দ্যোপাধ্যায়
জন্ম ১৯৫৬ সালে। অর্থনীতিতে স্নাতকোত্তর শ্রেণিতে উত্তীর্ণ। শিক্ষকতা করেন। বড়োদের ও ছোটোদের জন্যে লেখেন। উল্লেখযোগ্য বই : মধুরা নিরুদ্দেশ, মিথ্যে রূপটানে প্রভৃতি।
দেবাশিস সেন
জন্ম ১৯৬১ সালে। বিজ্ঞানের স্নাতক। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। বড়োদের ও ছোটোদের জন্যে লেখেন।
প্রচেত গুপ্ত
জন্ম ১৯৬২ সালে। অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। সাংবাদিকতা তাঁর পেশা। বড়োদের গল্প-উপন্যাসের তাঁর ভক্ত-পাঠক অনেক। কিশোরদের লেখা তাঁর উপন্যাস এবং গল্প পাঠকমন জয় করেছে। উল্লেখযোগ্য বই : কাঞ্চনগড়ের কোকিল স্যার, নীল আলোর ফুল, ঝিলডাঙার কন্যা প্রভৃতি।
সৈকত মুখোপাধ্যায়
জন্ম ১৯৬৩ সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ.। কমার্শিয়াল ট্যাক্স দপ্তরের উপ মহাধ্যক্ষ। বড়োদের জন্যে গল্প-উপন্যাস লেখেন। সমানতালে কিশোরদের জন্যেও লিখে চলেছেন। উল্লেখযোগ্য বই : গ্রহান্তরের গাঁজাখোর।
সুকুমার রুজ
জন্ম ১৯৬৩ সালে। পদার্থবিদ্যায় স্নাতক। সরকারি পরিবহণ কর্মী। বড়োদের পাশাপাশি ছোটোদের জন্যও লেখেন। তাঁর উল্লেখযোগ্য বই : দোয়েলের শিস, বিষাদ মেঘ, তোমরাও করবে আবিষ্কার প্রভৃতি।
কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
জন্ম ১৯৬৪ সালে। তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ার। একটি বেসরকারি বিদ্যুৎসংস্থার ঊর্ধ্বতন কর্মী। বড়োদের পাশাপাশি ছোটোদের জন্যেও লেখেন। উল্লেখযোগ্য বই : আয় ঘুম, রাধিকা, পাপবিদ্ধ, শূন্যস্থান প্রভৃতি।
দেবজ্যোতি ভট্টাচার্য
জন্ম ১৯৬৬ সালে। পড়াশোনা স্ট্যাটিসটিকস নিয়ে স্নাতকোত্তর শ্রেণি। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে কর্মরত। উল্লেখযোগ্য বই : দোর্দোরুরর বাক্স, বনপাহাড়ি গল্পগাথা, কল্পলোকের গল্পগাথা প্রভৃতি।
দীপান্বিতা রায়
আটের দশকের শেষদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষা ও সাহিত্যে এম. এ. পাস করেছেন। পেশা সাংবাদিকতা। ছোটোদের জন্যে লিখে পাঠকের নজর কেড়েছেন। উল্লেখযোগ্য বই : দিঠির দুপুর, বাহনের বায়নাক্কা, রূপকথার অরূপরতন প্রভৃতি।
রাজেশ বসু
জন্ম ১৯৭১ সালে। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিসটিকসে স্নাতক। কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকে কর্মরত। বড়োদের পাশাপাশি ছোটোদের জন্যেও চমৎকার লেখেন। তাঁর উল্লেখযোগ্য বই : পরির দুঃখ, কে প্রভৃতি।
উল্লাস মল্লিক
জন্ম ১৯৭১ সালে। শিক্ষকতাই তাঁর পেশা। বড়োদের জন্যে গল্প-উপন্যাস লেখেন। পাশাপাশি ছোটোদের জন্যে গল্প লিখেছেন। তাঁর উল্লেখযোগ্য বই : বন্ধকনামা, তিন চাকা, বক্সের বাইরে প্রভৃতি।
হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
জন্ম ১৯৭৩ সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ.। এখন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত। বড়োদের পাশাপাশি ছোটোদের জন্যে অনেক ভালো উপন্যাস ও গল্প লিখেছেন। তাঁর উল্লেখযোগ্য বই : মানুষ-কুমির, কৃষ্ণলামার গুম্ফা, রানি হাটস্পেসুটের মমি প্রভৃতি।
জয়দীপ চক্রবর্তী
জন্ম ১৯৭৪ সালে। ইংরেজি সাহিত্যে এম.এ.। শিক্ষকতাই তাঁর পেশা। কবিতা, গল্প, প্রবন্ধ লেখেন। মজাদার গল্প লেখায় সিদ্ধহস্ত। তাঁর উল্লেখযোগ্য বই : নতুন স্কুলে গঙ্গাপদ, হিজিবিজির দেশে প্রভৃতি।
বিনোদ ঘোষাল
জন্ম ১৯৭৬ সালে। বাণিজ্য শাখার স্নাতক। সাংবাদিকতার কাজ করেন। বড়োদের এবং ছোটোদের জন্যে লেখেন। উল্লেখযোগ্য বই, ডানাওলা মানুষ।
দেবাশিস বন্দ্যোপাধ্যায়
জন্ম ১৯৭৯ সালে। তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ার। সরকারি সংস্থার কর্মী। বড়োদের ও ছোটোদের জন্যে লেখেন। উল্লেখযোগ্য বই : ডাকাতিয়া।
Leave a Reply