স্যালভেশন অফ আ সেইন্ট – কিয়েগো হিগাশিনো
অনুবাদ: সালমান হক
প্রথম প্রকাশ : জানুয়ারি ২০২০
প্রচ্ছদ: ডিলান
ভূমিকা
কিয়েগো হিগাশিনোর ডিভোশন অব সাসপেক্ট এক্স অনুবাদ করেছিলাম প্রায় তিন বছর হতে চলল। নিজের ভীষণ প্রিয় বই বলেই যতটা সম্ভব যত্ন নিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম, তবে সত্যি কথা বলতে বইটি নিয়ে পাঠকের যেরকম উচ্ছাস দেখেছি, তা ছিল আশাতীত। ভেতরে ভেতরে অবশ্য চাইছিলাম হিগাশিনোর মতন একজন লেখক তার প্রাপ্য সম্মানটুকু পাক বাঙালি রহস্যপ্রেমীদের কাছ থেকে। বলা বাহুল্য, সেটাই হয়েছে। তখনই সিদ্ধান্ত নেই, তার সবগুলো বইয়ের কাজ কোন না কোন সময় তুলে দেব পাঠকের হাতে। সেই থেকেই স্যালভেশন অব সেইন্ট’র কাজ শুরু। কিন্তু পেশাগত ব্যস্ততা এবং নানাবিধ কারণে কিছুটা দেরি হয়ে গেল। আশা করছি সম্মানিত পাঠকেরা বিলম্বটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখবেন।
জাপানিজ সাহিত্য পড়তে হয় ধীরে-সুস্থে, আয়েশ করে। হুড়মুড় করে পড়ে গেলে অনেক কিছুই দৃষ্টি এড়িয়ে যাবে হোক সেটা রগরগে থৃলার যাবে—হোক কিংবা প্রেমের কোন গল্প। এক কাপ ভালো চায়ের জন্যেও তো অপেক্ষা করতে হয়, না কি?
কিয়েগো হিগাশিনোর রহস্যোপন্যাসগুলোকে আলাদা করা যায় তাদের গঠনে, লিখনশৈলীতে। তার লেখা প্রতিটি বাক্যই উপন্যাসে কোন না কোন ভূমিকা রাখে। স্যালভেশন শব্দের বাংলা অর্থ করলে দাঁড়ায় পরিত্রাণ বা রক্ষা করা, আর সেইন্ট মানে যে সাধু-সন্ত তা নিশ্চয়ই বলে দিতে হবে না (তারপরও বলে দিলাম)। পুরো উপন্যাস পড়া শেষ হলেই কেবল এই নামকরণের হেতু ধরতে পারবেন বুদ্ধিমান পাঠক। আশা করছি ডিটেক্টিভ গ্যালিলিও এবং ডিটেক্টিভ কুসানাগির এই যুগলবন্দি আপনাদের মনে আবারো দাগ কাটতে পারবে।
প্রিয় লেখক এবং প্রকাশক মোহাম্মদ নাজিম উদ্দিন ভাইকে ধন্যবাদ এরকম ভিন্নধর্মী সব থৃলার পাঠকদের হাতে নিয়মিত তুলে দেয়ার জন্যে। ধন্যবাদ বাপ্পীভাইকে, বারবার তাগাদা দেয়ার জন্যে।
সালমান হক
ঢাকা
.
উৎসর্গ :
জাহিদ হোসেন…
প্রিয় লেখক, অগ্রজ
S.r
Enar boi “devotion of suspect x” bengali version plz din.
Binod ghosal er lekha “krittibus rohosyo” boi ti pls din.
Himadri Kishore dasgupta er lekha “adventure samagra” boiti dewar anurodh korchi.
Ridita
স্যালভেশন অফ আ সেইন্ট এর দ্বিতীয় পেজটি ঐখানে আসছেনা, বিষয়টি দেখার অনুরোধ রইল
বাংলা লাইব্রেরি
আমাদের এখানে আসছে তো। ব্রাউজার cache ক্লিয়ার করে দেখলে ঠিক হয় কি না একটু দেখে জানাবেন প্লিজ।
Asadulislam
Want another book of this series