স্যার, আমি খুন করেছি – প্রচেত গুপ্ত
প্রকাশক : সুধাংশুশেখর দে। দে’জ পাবলিশিং
প্রথম প্রকাশ : জানুয়ারি ২০২০, মাঘ ১৪২৬
প্রচ্ছদ : দেবব্রত ঘোষ
.
ঝড়ের মতো গর্জন কোরো না।
নদীর মতো কুলকুল শব্দ কোরো না।
ছুঁয়ে থাকো বাতাসের মতো
যে বোঝার, ঠিক বুঝে যাবে…
এই কবিতা যে লিখেছে তাকে নিয়ে আমার খুব সমস্যা। ক্ষণে ক্ষণে সংশয়ের মধ্যে ফেলে। কখনও ভাবি, কবিতা ভালো, কখনও ভাবি, কবি আরও বেশি ভালো। কখনও ভাবি, দুজনেই সবথেকে ভালো।
কামনা করি, প্রতিভাধর কবি, চমৎকার মানুষ অংশুমান কর যেন সবসময় আমাকে এই সংশয়ের মধ্যে রাখতে পারে। আর হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। কখনও তার কবিতার থেকে কম, কখনও তার কবিতার থেকে বেশি।
.
আমি কী গান গাব যে
ভেবে না পাই।
Leave a Reply