স্মরণ – রবীন্দ্রনাথ ঠাকুর Book Content আজি প্রভাতেও শ্রান্ত নয়নে আজিকে তুমি ঘুমাও, আমি জাগিয়া রব দুয়ারে আপনার মাঝে আমি করি অনুভব আমার ঘরেতে আর নাই সে যে নাই এ সংসারে একদিন নববধূবেশে এসো, বসন্ত, এসো আজ তুমি গোধূলি নিঃশব্দে আসি আপন অঞ্চলে ঢাকে যথা ঘরে যবে ছিলে মোরে ডেকেছিলে ঘরে জাগো রে জাগো রে চিত্ত জাগো রে জ্বালো ওগো, জ্বালো ওগো, সন্ধ্যাদীপ জ্বালো তখন নিশীথরাত্রি; গেলে ঘর হতে তুমি মোর জীবনের মাঝে তোমার সকল কথা বল নাই, পার নি বলিতে দেখিলাম খানকয়েক পুরাতন চিঠি পাগল বসন্তদিন কতবার অতিথির বেশে প্রেম এসেছিল , চলে গেল সে যে খুলি দ্বার বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি বহুরে যা এক করে, বিচিত্রেরে করে যা সরস ভালো তুমি বেসেছিলে এই শ্যাম ধরা মিলন সম্পূর্ণ আজি হল তোমা-সনে মৃত্যুর নেপথ্য হতে আরবার এলে তুমি ফিরে যত দিন কাছে ছিলে বলো কী উপায়ে যে ভাবে রমণীরূপে আপন মাধুরী সংসার সাজায়ে তুমি আছিলে রমণী সে যখন বেঁচে ছিল গো স্বল্প-আয়ু এ জীবনে যে-কয়টি আনন্দিত দিন হে লক্ষ্মী, তোমার আজি নাই অন্তঃপুর লেখক: রবীন্দ্রনাথ ঠাকুরবইয়ের ধরন: কাব্যগ্রন্থ / কবিতা
Leave a Reply