স্টোরিজ – নিল গেইম্যান
রূপান্তর – মো… ফুয়াদ আল ফিদাহ
প্রকাশক – নাফিসা বেগম, আদী প্রকাশন
প্রকাশকাল – : নভেম্বর ২০১৫
প্রচ্ছদ : আদনান আহমেদ রিজন
.
ভুমিকা
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আর নামকরা লেখক হলেন নিল গেইম্যান। তার জনপ্রিয়তা প্রধানত স্যাণ্ডম্যান নামের কমিক বুক দিয়ে হলেও, সাহিত্য ও শিল্পের প্রায় প্রতিটা শাখায় তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার লেখা উপন্যাস অনুসারে বানানো হয়েছে স্টারডাস্ট ও কোরালিনের মতো ছায়াছবি। তবে তার প্রধান আর উল্লেখযোগ্য কাজ হচ্ছে ছোটগল্প।
অনেক ছোটগল্প লিখেছেন তিনি, তার জন্য পুরষ্কারও কম পাননি। কিছু গল্প বড়দের, কিছু ছোটদের আর কিছু এই দুই এর মাঝামাঝি পাঠকদের জন্য। আপনার হাতে এখন যে বইটি ধরা আছে, তাতে এই তিন শ্রেণীর পাঠকের জন্য লেখা তিনটি গল্প বা উপন্যাসিকার সংকলন।
প্রথম গল্প: অড অ্যাণ্ড দ্য ফ্রস্ট দানব আসলে ইয়াং-অ্যাডাল্টদের উদ্দেশ্য করে লেখা। এরপর দ্য ট্রুথ ইজ আ কেভ ইন দ্য ব্লাক মাউন্টেনস-অপেক্ষাকৃত বয়স্ক পাঠকদের জন্য লেখা ডার্ক ফ্যান্টাসি। আর শেষ-মেষ ফরচুনেটলি, দ্য মিল্ক-বাচ্চাদের জন্য লেখা। কিন্তু কেন জানি, আমার সবচেয়ে পছন্দের গল্প শেষটিই
নিল গেইম্যানের লেখার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য আমি বন্ধুবর শরীফের কাছে কৃতজ্ঞ। কোরালিন পড়েই আমি তার লেখার ভক্ত হয়ে যাই, এরপর যেখানে তার লেখা যে বই পেয়েছি— গিলেছি একে একে।
সত্যি কথা বলতে গেলে বলতে হয়, নিল গেইম্যানের লেখার অনুবাদ করা সম্ভব, কিন্তু তাতে তার লেখার সেই স্টাইল আর লেখার সেই মজাটা পুরোপুরি তুলে আনা অসম্ভব। আমি চেষ্টা করেছি, কতটুকু সফল হতে পেরেছি তা জানা নেই। তবে আশা করি পাঠক পড়ে কিছুটা হলেও তৃপ্তি পাবেন।
আশা করি যতটা আগ্রহ নিয়ে আমি নিল গেইম্যানের এই চারটিা লেখা পড়েছি বা অনুবাদ করেছি, পাঠকেরাও পড়তে গিয়ে সেই আগ্রহবোধ করবেন।
ডাঃ মো… ফুয়াদ আল ফিদাহ
নভেম্বর, ২০১৫
.
Witch Work
The witch was as old as the mulberry tree
She lived in the house of a hundred clocks
She sold storms and sorrows and calmed the sea
And she kept her life in a box…
The tree was the oldest that I’d ever seen
Its trunk flowed like liquid… It dripped with age…
But every September its fruit stained the green
As scarlet as harlots, as red as my rage…
The clocks whispered time which they caught in their gears
They crept and they chattered, they chimed and they chewed…
She fed them on minutes…
The old ones ate years…
She feared and she loved them, her wild clocky brood…
She sold me a storm when my anger was strong
And my hate filled the world with volcanoes and laughter
I watched as the lightnings and wind sang their song
And my madness was swallowed by what happened after…
She sold me three sorrows all wrapped in a cloth…
The first one I gave to my enemy’s child…
The second my woman made into a broth…
The third waits unused, for we reconciled…
She sold calm seas to the mariners’ wives
Bound the winds with silk cords so the storms could be tied there,
The women at home lived much happier lives
Till their husbands returned, and their patience be tried there…
The witch hid her life in a box made of dirt,
As big as a fist and as dark as a heart
There was nothing but time there and silence and hurt
While the witch watched the waves with her pain and her art…
(But he never came back… He never came back…)
The witch was as old as the mulberry tree
She lived in the house of a hundred clocks
She sold storms and sorrows and calmed the sea
And she kept her life in a box…
—Neil Gaiman
Leave a Reply