সেদিন অক্টোবর – ওয়াসিকা নুযহাত
প্রকাশকাল – অমর একুশে বইমেলা ২০২৩
উৎসর্গ
ছাব্বিশে অক্টোবরের এক বৃষ্টিভেজা বিকেলে যার সাথে প্রথম দেখা, তারপর থেকে আজ অবধি জীবনের প্রতিটি অক্টোবরে যে আমার পাশে আছে জীবনসঙ্গী এবং মনো-সঙ্গী হয়ে …
তাকে দিলাম।
ভূমিকা
দু’হাজার বিশ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছিল উপন্যাস ‘অক্টোবর রেইন’। এরপর অজস্র পাঠক অনুরোধ করেছেন যেন উপন্যাসের মূল চরিত্রদের নিয়ে পুনরায় লেখা হয়। বিদগ্ধ পাঠকের কাছ থেকে পাওয়া শ্রদ্ধা এবং ভালোবাসা আমার লেখক জীবনের অমূল্য প্রাপ্তি। পাঠকই লেখকের সৃষ্টিকে অন্তরে ধরে রাখে, কালজয়ী করে। তাই পাঠকের অনুপ্রেরণাটুকুকে যথার্থ মূল্যায়ন করা সমীচীন বলে মনে করি। উষ্ণ হৃদয়ের সেই পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের উদ্দেশ্যেই অক্টোবর রেইনের চরিত্রদের আরেকবার ফিরিয়ে আনা হলো সেদিন অক্টোবরে। আশা করি পাঠকগণ এই কৃতজ্ঞতা গ্রহণ করে আমাকে বাধিত করবেন।
ওয়াসিকা নুযহাত
jannat
ধন্যবাদ এই বইটার জন্য।
পারলে দহনের দিনের জোছনার ফুল বইটা আনার চেষ্টা কইরেন