সূর্য পোড়া ছাই – জয় গোস্বামী
প্রথম সংস্করণ: ডিসেম্বর ১৯৯৯
প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
.
উৎসর্গ
সাগরময় ঘোষ
.
প্রকাশকের নিবেদন
এই গ্রন্থের কোনও কবিতারই শিরোনাম নেই। সংখ্যা
দিয়েও এদের চিহ্নিত করা হল না। একেক পাতায়
এক-একটি স্বতন্ত্র কবিতা দেওয়া রইল।
.
সূচনা
সে কাব্য অনেক। তার মূল ছন্দ, গাছ।
পাতায় বলির রক্ত নিয়ে সেও পাতা।
সে অনেক নৃত্য। তার মূল পদতলে
মাটির বিরাট, রুক্ষ হাতখানি পাতা।
সে কত সমুদ্র। তার আদিমুখ জলে।
তলভূমি শুষে তুলে পাহাড় ওঠায়—
সে যত প্রান্তর—পশুচারণের দলে
তত সে দৌড়—তত রাখালকে হারায়।
সে ছন্দ অনেক। তার মূল বৃক্ষ, নাচ।
তবু, বৃক্ষ, তুমি কত দাবানলে ছাই
আমি ছাই তাড়া করি—ধরি—আমি সেই
কাব্য ভেঙে পরমাণু-ঘূর্ণি খুঁজে পাই!
[সম্পর্ক: নীলস্ বোর: ১৯১৩]
Leave a Reply