সুবৰ্ণ সমাধি – ডিউক জন
প্রকাশক – কাজী আনোয়ার হোসেন
সেবা প্রকাশনী
প্রথম প্রকাশ: ২০১৮
প্রচ্ছদ: বিদেশি ছবি অবলম্বনে রনবীর আহমেদ বিপ্লব
SUBORNO SOMADHI – A Western Novel by:Duke John
বাংলা ওয়েস্টার্ন কাহিনির জনক
প্রয়াত কাজি মাহবুব হোসেন স্মরণে।
তাঁর লেখা ‘জ্বলন্ত পাহাড়’ বইটি
আমার পড়া প্রথম ওয়েস্টার্ন।
ভূমিকা
রহস্যপত্রিকাতে প্রকাশিত নিজের এক লেখায় মন্তব্য করেছিলাম: ‘…সেই ওয়াইল্ড-ওয়াইল্ড ওয়েস্টের যুগেও জন্মটা হতে পারত। তখন হয়তো কোমরের দুইপাশে দুটো সিক্সগান ঝুলিয়ে ঘুরে বেড়াতাম। গোল্ড রাশের সময় হলে হয়তো হয়ে যেতাম স্বর্ণসন্ধানীদের একজন।’
টিংকু ভাইয়ের (কাজী শাহনূর হোসেন) কাছে চির-কৃতজ্ঞ রইলাম।
তাঁর অনুপ্রেরণাতেই ওয়েস্টার্ন লেখকদের তালিকায় নাম লিখিয়ে ফেললাম।
ডিউক জন
Leave a Reply