সুখের সন্ধানে – বার্ট্রান্ড রাসেল সুখের সন্ধানে – বারট্রান্ড রাসেল Book Content ০১. মানুষ কী কারণে অসুখী হয়? ০২. বায়রনীয় অ-সুখ ০৩. প্রতিযোগিতা ০৪. বিরক্তি এবং উত্তেজনা ০৫. অবসাদ ০৬. ঈর্ষা ০৭. পাপের চেতনা ০৮. নির্যাতন-বাতিক ০৯. জনতের ভয় ১০. সুখলাভ কি তবু সম্ভব? ১১. উদ্দীপনা ১২. স্নেহ-ভালবাসা ১৩. পরিবার ১৪. কাজ ১৫. নৈর্ব্যক্তিক আকর্ষণ ১৬. প্রচেষ্টা ও সমর্পণ ১৭. সুখী মানুষ লেখক: বার্ট্রান্ড রাসেলবইয়ের ধরন: অনুবাদ বই, প্রবন্ধ ও গবেষণা
হামিম কামাল April 5, 2022 at 4:16 pm চমৎকার লেখা! এতো অনুপ্রাণিত করল যে বলার নয়। তবে একটা ব্যাপার একটু দেখে নিতে পারেন। যতদূর জানি রাসেল সাহিত্যে নোবেল পেয়েছিলেন। লেখালেখির মাধ্যমে মানবকল্যাণ ও মুক্তচিন্তার প্রসারে বিশেষ অবদান রাখার জন্যে। Reply
হামিম কামাল
চমৎকার লেখা! এতো অনুপ্রাণিত করল যে বলার নয়।
তবে একটা ব্যাপার একটু দেখে নিতে পারেন। যতদূর জানি রাসেল সাহিত্যে নোবেল পেয়েছিলেন। লেখালেখির মাধ্যমে মানবকল্যাণ ও মুক্তচিন্তার প্রসারে বিশেষ অবদান রাখার জন্যে।