সিডনি সেলডন রচনাসমগ্র ২ – দ্বিতীয় খণ্ড
ভাষান্তর : পৃথ্বীরাজ সেন
প্রথম প্রকাশ – কলকাতা বইমেলা, জানুয়ারি ২০০৮
.
ভূমিকা
ইতিমধ্যে সিডনি সেলডনের রচনাসমগ্রের প্রথম খণ্ডটি প্রকাশিত হয়েছে এবং প্রকাশের সঙ্গে সঙ্গে তা পাঠক মহলে তীব্র আলোড়নের সৃষ্টি করেছে। আপনাদের উৎসাহে উৎসাহী হয়ে আমরা তাঁর অবশিষ্ট ৭টি উপন্যাস নিয়ে দ্বিতীয় খণ্ডটি প্রকাশ করলাম। প্রথম খণ্ডের মতো এই খণ্ডটি আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে বলে আমাদের স্থির বিশ্বাস। সিডনি সেলডন যে ধারার মহান উত্তর সাধক সেই ধারার স্রষ্টা ছিলেন স্যার আর্থার কোনান ডয়েল ৷ তাঁর সৃষ্ট অমর গোয়েন্দা চরিত্র শার্লক হোমসকে আমরা কখনও ভুলতে পারব না। পরবর্তীকালে রহস্য রোমাঞ্চের এই ধারায় এসেছিলেন জেমস হেডলি চেজ, যাঁকে এই ঘরানার মুকুটহীন সম্রাট বলা হয়ে থাকে। এসেছিলেন আগাথা ক্রিস্টির মতো এমন একজন ঔপন্যাসিক যিনি বেশ কয়েকটি গোয়েন্দা চরিত্রকে রক্তমাংসের মানুষ করে আমাদের সামনে তুলে ধরেছেন। এই প্রসঙ্গে আমরা নিক কার্টার এবং অ্যালেস্টেয়ার ম্যাকলিনসের নাম করব। নাম করব কার্টার ব্রাউন, জে. কে. চেস্টারটন, এডগার অ্যালান পো এবং অবশ্যই হ্যারল্ড রবিনস-এর।
সিডনি সেলডন একাধারে রবিনসের যৌনতা এবং চেজের রহস্য রোমাঞ্চের মিশেলে এক অদ্ভুত ককটেল তৈরি করেছেন যা পাঠক-পাঠিকাকে নেশাতুর করে তোলে। তাই সিডনি সেলডন আজ জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে পদার্পণের স্পর্ধা অর্জন করেছেন।
এই খণ্ডে তাঁর যে ৭টি উপন্যাস সংকলিত হয়েছে, তার মধ্যে প্রথমেই মেমোয়ার্স অফ মিডনাইটের কথা বলা উচিত। এই উপন্যাসটির একটি আলাদা বৈচিত্র্য আছে। প্রতি মুহুর্তে সে বাঁক পরিবর্তন করে। আছে দি স্যান্ড অফ টাইম-এর মতো একটি দার্শনিক অভীক্ষা সম্পন্ন উপন্যাস। আছে উইন্ড মিলস অফ দ্য গড এবং দি ডুমস ডে কনসপিরেসির মতো উপন্যাস। তবে যে উপন্যাসটিকে অনেকেই তাঁর শ্রেষ্ঠ সম্পদ বলে থাকেন সেটি হল ‘মাস্টার অফ দ্য গেম’। এক ভদ্রমহিলা তাঁর ৯০তম জন্মদিনে ফেলে আসা দিন যাপনের স্মৃতিচারণ করছেন। তাঁর মনের দর্পণে অসংখ্য মুখ ভেসে উঠছে। ধীরে ধীরে তিনি হারিয়ে যাচ্ছেন রোমন্থনের পাতায়। সত্যি, এমন ক্লাসিক উপন্যাস বিশ্বে খুব কমই লেখা হয়েছে।
অনেক কথাই বলা হল। আসুন এবার আমরা সিডনি সেলডনের রহস্য রোমাঞ্চ জগতে প্রশ্নে করি। দেখি সেক্স এবং ক্রাইমকে পাথেয় করে তিনি কী কথা বলতে চাইছেন। সেখানে আকাশ থেকে ঝরে পড়েছে শুধুই রোমাঞ্চের বৃষ্টিকণা এবং বাতাস ফিসফিসিয়ে বলছে ষড়যন্ত্রের গল্পকথা ।
সিডনি সেলডন রচনা সমগ্র দ্বিতীয় খণ্ড তুলে দেওয়া হল আমার প্রিয় সাংবাদিক শ্রী হিমাংশু চট্টোপাধ্যায়ের হাতে। দীর্ঘদিন ধরে প্রসাদ পত্রিকার সাথে যুক্ত থেকে যিনি বাংলা পত্রিকা জগতকে সমৃদ্ধ করেছেন।
সকলকে বইমেলার শুভেচ্ছা জানিয়ে ।
পৃথ্বীরাজ সেন
Leave a Reply