সায়েবমেম সমাচার : কোম্পানির আমলে কলকাতা – নিখিল সুর
প্রথম সংস্করণ: জানুয়ারি ২০১৯
প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
প্রচ্ছদ: চার্লস ডয়লে অঙ্কিত এই চিত্রটি গৃহীত হয়েছে ১৮১৩ সালে প্রকাশিত ক্যাপ্টেন থোমাস উইলিয়ামসন-এর দ্য ইউরোপীয়ান ইন ইন্ডিয়া গ্রন্থ থেকে।
.
যেসব সায়েবমেম কলকাতাকে ভালবেসেছিলেন
নিবেদন
বর্তমান বইটি লেখার পরিকল্পনা মাথায় এসেছিল শমির্ষ্ঠা দে-র ‘Marginal Europeans in Colonial India: 1860-1920’ গ্রন্থটি পড়ে। তাঁর গ্রন্থটি লেখা হয়েছে ব্রিটিশ রাজের আমলে ভারতে বসবাসকারী Low Europeans-দের নিয়ে, সাধারণত যাদের আমরা ‘ছোটলোক’ বলে থাকি। গ্রন্থটি পড়ার পর মনে হয়েছিল কোম্পানির আমলে যেসব সায়েবমেম কলকাতায় থাকতেন, তাঁদের নিশ্চয়ই একটা ইতিহাস আছে। গবেষণা শুরু করতেই দেখলাম আমার অনুমান সত্য।
আমার আগের লেখা দু’চারখানা বইয়ের মতো এই বইও ইতিহাসপ্রেমী পাঠকের কথা মনে রেখেই লেখা। কোনও তত্ত্ব উদ্ভাবন বা পরিবেশন নয়, যা একালের ইতিহাসবিদদের প্রধান লক্ষ্য। আমি চাই, পাঠক ইতিহাস পাঠের মধ্য দিয়ে অজানা তথ্য জানুন, ইতিহাস পাঠের আনন্দটুকু উপভোগ করুন, যে কাজে শ্রীপান্থ একসময় আশ্চর্যভাবে সফল হয়েছিলেন।
আনন্দ পাবলিশার্স আমার বইটি প্রকাশের যোগ্য বিবেচনা করায় আমি কৃতজ্ঞ ও গর্বিত। এ বই রচনা ও প্রকাশে যাঁদের সাহায্য ও পরামর্শে বিশেষভাবে উপকৃত হয়েছি তাঁরা হলেন, শ্রীস্বপন মুখোপাধ্যায়, শ্রীইন্দ্রজিৎ চৌধুরী, শ্রীমতী বিদিশা চক্রবর্তী, ড. শর্মিষ্ঠা দে, জাতীয় গ্রন্থাগার, পশ্চিমবঙ্গ রাজ্য লেখ্যাগার, এশিয়াটিক সোসাইটি, (মেটকাফ হল), ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের গ্রন্থাগার, বঙ্গীয় সাহিত্য পরিষৎ ও টাউন হল গ্রন্থাগার। এঁদের কৃতজ্ঞতা জানাই।
নিখিল সুর
২৬. ১০. ২০১৮
Leave a Reply