সাদা আমি কালো আমি (প্রথম খণ্ড) – রুণু গুহ নিয়োগী (ওসিআর ভার্সন)
প্রকাশক : জিনিয়া পাবলিশার্স
প্রথম প্রকাশ: ১৩৬৬
প্রচ্ছদ : তড়িৎ চৌধুরী
.
যে সব সহকর্মী
হত্যাকারীর হাতে
অকালে জীবন হারিয়েছেন
তাঁদের স্মৃতির উদ্দেশে
আমার এই ক্ষুদ্র অঞ্জলি!
.
ক’টি কথা
জীবন বড় বিচিত্র। আর বিচিত্রের মধ্যেই পাওয়া যায় বেঁচে থাকার রসদ। জীবনে কখনও স্বপ্নেও ভাবিনি কলম ধরে কাহিনী লিখব। অথচ বিচিত্র জীবনের গতির বাঁকে এসে আমাকে তাই-ই ধরতে হল। যাঁদের জন্য আমি এই প্রেরণা পেলাম তাঁদের জানাই অসংখ্য ধন্যবাদ!
কারা তাঁরা? ‘৯৬-এর জানুয়ারিতে কলকাতার এক নতুন বাংলা দৈনিক পত্রিকার তরফ থেকে আমাকে অনুরোধ করা হল আমার কর্মজীবনের নানা অভিজ্ঞতার কথা প্রতি রবিবার ধারাবাহিকভাবে তাঁদের পত্রিকায় লিখতে। আমি রাজি হলাম। অল্প কটা সংখ্যায় লেখা বার হতেই এক বিশেষ রাজনীতির সমর্থক গুটিকয় ছেলেমেয়ে সেই পত্রিকার অফিস হামলা করল যাতে আমার লেখা ছাপা না হয়। পত্রিকাটিও সেই “জনমতের” রায় শিরোধার্য করে আমার লেখা ছাপা বন্ধ করে দিল। “জনমতের” এই অসাধারণ ব্যাখ্যা প্লুটো, অ্যারিস্টটল থেকে গান্ধীজী পর্যন্ত ঘেঁটেও আমি পাইনি। তিরানব্বই কোটি মানুষের প্রতিনিধি কি ওই পঁচিশ-তিরিশ জন ছেলেমেয়ে?
তখন থেকে বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা আমাকে চাপ দিতে শুরু করল বই প্রকাশ করতে। আমি হার মানলাম। কিন্তু এ তো একটা সাধনা। যে সাধনা আমি কোনদিনও করিনি। তবে? বন্ধুরাই যোগাল মনোবল, তাঁদের ইচ্ছাশক্তির জোরে শুরু করলাম ঝড়। কারণ তারা ততদিনে ঠিক করে ফেলেছে কবে হবে প্রকাশ। সময় বাকি মাত্র চারমাস।
প্রথমেই দেখা দিল সমস্যা, হাজারও মুখ ও ঘটনা সামনে এসে দাঁড়াল। কোনটা আগে লিখি, কোনটা পরে? তখন সব সরিয়ে, লিখতে লিখতে যেটা যখন সামনে এসেছে সেটাই লিখেছি, তাই, লেখায় সময়ের কোনও ক্রমানুযায়ী ধারাবাহিকতা নেই।
আবার বাধা। ভাবলাম যে সব ঘটনার কথা লিখছি তাতে যারা জড়িত ছিল, তাদের মধ্যে এখনও অনেকে জীবিত, তাই তাদের সত্যিকারের নামগুলো কি প্রকাশ করব? তাদের অনেকেই এখন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছে। তখন ঠিক করলাম কিছু নাম গোপন করব, কিছু দেব উল্টো, কিছু সত্যি। প্রয়োজন মত।
কুৎসা বা ব্যক্তিগত আক্রমণ আমার লেখার উদ্দেশ্য নয়, তবু যদি কেউ আমার লেখায় আঘাত পান, তবে সেটা আমার দুর্ভাগ্য। সে জন্য আমি ক্ষমাপ্রার্থী।
এক খন্ডে এত ঘটনা লেখা সম্ভব ছিল না, তাই ভাগ করে নিয়েছি। আগামী খন্ডেও থাকবে আরও নানা সব জ্বলন্ত ঘটনার কথা। এখানে যা আছে তা আংশিক, এমন কি রাজনৈতিক ঘটনাগুলোর কথাও আছে আংশিক।
জানি না আমার সাধনা সার্থক হয়েছে কিনা। তা বলবেন আপনারা। আমি শুধু অকপটে বলে গেছি সত্য ঘটনা। এবং আগামীদিনেও তাই বলব।
Leave a Reply