সাইকো – রবার্ট ব্লচ
সাইকো – বিশ্বখ্যাত হরর লেখক রবার্ট ব্লচের প্রথম উপন্যাস সাইকো। রচিত হয় ১৯৫৯ সালে। অসাধারণ এ সাইকোলজিকাল থ্রিলার প্রকাশের সঙ্গে সঙ্গে পরিণত হয় বেস্টসেলারে। এ কাহিনী নিয়ে পরবর্তীতে সাসপেন্স কিং চিত্র পরিচালক আলফ্রেড হিচকক নির্মাণ করেন ছায়াছবি–সাইকো। তার এ ছবিটি বিশ্বের সেরা দশটি সাইকো-থ্রিলারের তালিকায় স্থান পেয়েছে। রবার্ট ব্লচের সাইকো রচিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। এ কাহিনীর পরতে পরতে লুকিয়ে আছে ভয়, উত্তেজনা ও রোমাঞ্চ। বইটি পশ্চিমা বোদ্ধারা সর্বকালের সেরা সাইকোলজিকাল থ্রিলার হিসেবে অভিহিত করেছেন।
Leave a Reply