সাঁওতালী কথা – সুরেন্দ্রমোহন ভৌমিক (প্রাচীন সাঁওতালদিগের কথা)
(The traditions and institutions of the old Santhals)
শ্রীসুরেন্দ্রমোহন ভৌমিক
প্রকাশক
গ্রন্থকার (ভৌমিক লাইব্রেরী)
২০০।১এ শ্যামাপ্রসাদ মুখার্জ্জী রোড,
কলিকাতা-২৬
[ দ্বিতীয় সংস্করণ ]
২৯/১৯৫৫
১২/৬/১৩৬২
উৎসর্গ
(১ম সংস্করণ)
পরমারাধ্য পূজনীয় অগ্ৰজ্ব
শ্রীযুক্ত বাবু দেবেন্দ্রমোহন ভৌমিক বি. এল,
মহোদয়ের
করকমলে
এই ক্ষুদ্র গ্রন্থখানি
হৃদয়ের ঐকান্তিক ভক্তি ও শ্রদ্ধার নিদর্শন স্বরূপ
উৎসর্গীকৃত হইল।
শ্রীসুরেন্দ্রমোহন ভৌমিক
১০/১/১৯২৮
[ আজ তিনি পরলোকগত ২১। ১। ১৯৫৫ ]
সূচনা
(প্রথম সংস্করণ)
এই গ্রন্থ “মারে হাড়ামকোরেয়াঃ কথা” নামক সাঁওতালী গ্রন্থের অনুবাদ। আমি সাঁওতালী ভাষা পড়িবার সময় এই গ্রন্থখানি অনুবাদ করেছিলাম। আজ আমার বাল্যবন্ধু শ্রীযুত বাবু আশুতোষ ধরের সৌজন্যে এগ্রন্থ প্রকাশিত হল। এগ্রন্থে সাঁওতাল জাতির ইতিবৃত্ত সঙ্কলণ করা হয়েছে—তাহাদের বিবাহ, ধর্ম্ম, আচার, রীতিনীতি, শিকার প্রভৃতি জাতীয় পুরাবৃত্ত বিবৃত করা হয়েছে। আশা করি এই বই পড়ে পাঠকগণ অনেক নূতন তথ্য জানিতে পারিবেন। ইতি —
শ্রীসুরেন্দ্রমোহন ভৌমিক
১০|১| ১৯২৮
মুখবন্ধ
(দ্বিতীয় সংস্করণ)
৺ মা ভবানীর কৃপায় আজ “সাঁওতালী কথার” দ্বিতীয় সংস্করণ বের হল। প্রায় ২৭ বৎসর পূর্ব্বে এই বইখানা আমার বন্ধু শ্রীযুত আশুতোষ ধর “আশুতোষ লাইব্রেরী” হইতে প্রকাশ করেন। অনেক দিন যাবত বইখানা আর মুদ্রিত হয় নাই। আমি ১৯১৯ সালে যখন কাঁথিতে ডেপুটি ম্যাজিষ্ট্রেট ছিলাম তখন সাঁওতালী ভাষা পরীক্ষা পাশ করে ১০০০ টাকা পুরস্কার পেয়েছিলাম; তখনই এই বইখানির সূচনা হয়। প্ৰথম সংস্করণ অল্পদিন মধ্যেই নিঃশেষিত হয়। এই গ্রন্থখানির ভিতরে অনেক পৌরাণিক কাহিনী লিপিবদ্ধ আছে। সেজন্য দ্বিতীয় সংস্করণ বের করতে সাহসী হলাম। আশা করি সুধী পাঠকগণ এই বইখানা পাঠ করে উপকৃত হইবেন। ইতি –
শ্রী সুরেন্দ্রমোহন ভৌমিক
ইং ২৯ ৯ ১৯৫৫, ১২৬, ১২৬২ সন
Leave a Reply