সতত তোমার কথা ভাবি এ বিরলে -অমর মিত্রপ্রথম প্রকাশ: সেপ্টেম্বর ২০১৯ উৎসর্গশ্রীমতি মনোলীনা চট্টোপাধ্যায়শ্রীযুক্ত নীলাঞ্জন চট্টোপাধ্যায়পরম প্রীতিভাজনেষু Book Content সতত তোমার কথা ভাবি এ বিরলে স্বাধীনতার জন্ম হে স্বাধীনতা তুমি কালো বরফ, জাতির জীবনের কালো দিনের কথা ‘৪২-এর ভারত ছাড়ো আন্দোলনের ৭৫ বছর একেই কি বলে সভ্যতা মহালয়ার ভোর বিশ্বচরাচরের আনন্দ জলের মতো স্বচ্ছ জলের মতো সরল নয় জল বসন্তের নতুন রং গরুর রচনা বেচতে বেচতে নতুন বছর আবার জন্ম নেব, এস হে ২৫শে বৈশাখ ২২শে শ্রাবণ আমাদের বড়দিন লিটল ম্যাগাজিনের সঙ্গে এত বছর আমার নাটক দেখা, নাটকে জীবন দেখা মেঘনাদ ভট্টাচার্যকে নিয়ে দু’এক কথা গড়ের মাঠ নিরাপত্তাহীনতার জীবানু এবং নিরাপত্তার আনন্দধ্বনি দেওয়ালের লিখন পৃথিবীর পাঠশালায় নিরুদ্দিষ্টের অশেষ যাত্রা বিবেক আছে বিবেক নেই আড্ডাবাজের জীবন কফিহাউস – একটি না লেখা বই লুঙ্গির বাহার পুণ্যধাম উজ্জয়িনীর পুণ্যকথা নতজানু শরৎচন্দ্র বর্ণ গন্ধ রূপের মায়ায় বিজড়িত এক আশ্চর্য লেখক শতবর্ষে নরেন্দ্রনাথ মিত্র সিন্ধুতীরে ফেরা-শ্যামলবাবু আগুন সব পোড়াতে পারে না প্রদোষে প্রাকৃতজন শতবর্ষের তর্পণ লেখক: অমর মিত্রবইয়ের ধরন: উপন্যাস
Leave a Reply