শেষ সওগাত – কাজী নজরুল ইসলাম Book Content রবির জন্মতিথি বড়োদিন নবযুগ শোধ করো ঋণ মোহররম আর কত দিন? বিশ্বাস ও আশা ডুবিবে না আশাতরি কোথা সে পূর্ণযোগী হুল ও ফুল সুখবিলাসিনী পারাবত তুমি জাগো সৈনিক-আত্মা কেন আপনারে হানি হেলা? নবাগত উৎপাত নারী নিত্য প্রবল হও আগ্নেয়গিরি বাংলার যৌবন চির-বিদ্রোহী ভয় করিয়ো না, হে মানবাত্মা সকল পথের বন্ধু তোমারে ভিক্ষা দাও ছন্দিতা পুরববঙ্গ আরতি পার্থসারথি আত্মগত কাবেরী-তীরে অমৃতের সন্তান শাখ-ই-নবাত কবির মুক্তি টাকাওয়ালা কচুরিপানা বকরীদ আল্লার রাহে ভিক্ষা দাও একি আল্লার কৃপা নয়? মহাত্মা মোহ্সিন এক আল্লাহ্ ‘জিন্দাবাদ’ গোঁড়ামি ধর্ম নয় জোর জমিয়াছে খেলা বোমার ভয় লেখক: কাজী নজরুল ইসলামবইয়ের ধরন: কাব্যগ্রন্থ / কবিতা
Leave a Reply