শেষ উপহার – কাসেম বিন আবুবাকার
শেষ উপহার – কাসেম বিন আবুবাকার
প্রথম প্রকাশ ৪ ডিসেম্বর- ১৯৯৫ খৃঃ
উৎসর্গ
যারা ইসলামের জন্য শহিদ অথবা গাজী হয়েছেন,
তাঁদের পবিত্র কদমে।
ভূমিকা
মহান রাব্বুল আল-আমিনের নামে শুরু করছি।
এই উপন্যাসের পিতৃহীন নায়ক অজ পাড়াগাঁয়ের। আর্থিক দূরাবস্থার কারণে ঢাকায় ধণাঢ্য ফুপা-ফুপুর কাছে থেকে উচ্চশিক্ষা নিয়ে তাদের বীজনেস দেখাশোনা করে। ফুপা-ফুপুর শুধু দু’টো কন্যা সন্তান। বড় অপূর্ব সুন্দরী, এইচ.এস.সি. পাস। কিন্তু বোবা। ছোট অপূর্ব না হলেও সুন্দরী এবং ডিগ্রী পাস করে মাস্টার্স করছে। দু’বোনই নায়ককে ভালবাসে। কিন্তু ছোটর সঙ্গে নায়কের মন দেয়া নেয়া হয়েছে। এমন কি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ। বড় তা না জেনে পত্রের দ্বারা নায়ককে প্রেম নিবেদন করে। নায়ক-নায়িকা সেই পত্র পড়ে কি করল এবং এন.জি.ও. রা সাহায্য করার নামে মুসলমানদের উপকার না অপকার করছে, সেই সব ঘটনা নিয়ে এই উপন্যাস।
আশা করি, পাঠকবর্গ বইটি পড়ে যেমন মনের খোরাক পাবেন, তেমনি নিজেদের না জানা অথবা ভুলে যাওয়া ইতিহাস জানতে পারবেন।
ওয়াস সালাম
৩রা চৈত্র ১৪০১ বাং
১৫ই শাওয়াল – ১৪১৫ হিঃ
১৭ মার্চ ১৯৯৫ইং
.
১। “কুরআন এমন একটা জানালা, যদ্বারা আমরা পরবর্তী দুনিয়ার দৃশ্যাবলী দেখিতে পাই।” — ইবনে হাম্বল (রঃ)
২। “চারটি জিনিস মানুষকে বড় বেশি কষ্ট দিয়া থাকে। মন্দ পড়শী, অবাধ্য সন্তান, বাচাল স্ত্রী ও ঘিঞ্জী বাসস্থান।” -মাসউদী
৩। হযরত মুহাম্মদ (দঃ) বলিয়াছেনঃ “পরস্পর পরস্পরকে উপহার দিবে। কেন না উপহার হিংসা বিদ্বেষ দূর করে।” -তিরমিজী
.
Leave a Reply