শিক্ষা ও সভ্যতা – অতুলচন্দ্র গুপ্ত
শিক্ষা ও সভ্যতা – অতুলচন্দ্র গুপ্ত
প্রথম সংস্করণ – আশ্বিন, ১৩৩৪
.
পিতৃদেবের স্মরণে
.
মুখবন্ধ
এ বইএর প্রবন্ধগুলির বেশীর ভাগ ‘সবুজ পত্রে’, আর বাকী কয়েকটি কয়েকখানা সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ‘সবুজের হিন্দুয়ানী’ প্রবন্ধটি নবপর্যায় ‘সবুজ পত্রের’ প্রথম সংখ্যার জন্য লেখা। উপলক্ষ্যের উপযোগী আকারটি বদলালে বক্তব্য বহাল থাকলেও রসটা ঠিক থাকে না দেখে ওর সে আকারটি আর বদলাইনি। প্রবন্ধগুলিকে পুঁথিতে গেঁথে কিছুদিন বাচিয়ে রাখার চেষ্টা উচিত হ’ল, না পুরণো মাসিক- সাপ্তাহিকের স্তূপের মধ্যে বিস্মৃতির কবর দেওয়াই সমীচীন হ’ত তাতে অবশ্য সন্দেহ আছে। তবে, “বিষবৃক্ষোঽপি সংবদ্ধ স্বয়ং চ্ছেত্ত মসাম্প্রতম্”।
শ্রীঅতুলচন্দ্র গুপ্ত
আশ্বিন, ১৩৩৪
Leave a Reply