Shalgherir Simanay by Samaresh Basu / শালঘেরির সীমানায় – উপন্যাস – সমরেশ বসু
প্রথম প্রকাশ ১৩৭০ বঙ্গাব্দ। প্রকাশক ডি. এম. লাইব্রেরি। উৎসর্গপত্রে ছিল:
শ্রীবিভূতিভূষণ মুখোপাধ্যায়।
পরম পূজনীয়েষু।
শারদীয় বেতার জগতে (১৩৬৭) কাহিনীটি প্রথম বেরিয়েছিল। গ্রন্থাকারে প্রকাশের কালে অবশ্যই ঘষামাজা হয়েছে। এই উপন্যাসের ভূমিকায় লেখক বলেছেন—
এই উপন্যাসের উপপাদ্য বিষয় পাঠক নিজেই আবিষ্কার করবেন। তবু বলা দরকার, প্রাগৈতিহাসিক একটি ধ্বংসাবশেষের আবিষ্কার কথা নিতান্তই কল্পিত তৎসঙ্গে শালঘেরি গ্রাম ও তার পাত্রপাত্রীও তাই। এ উপন্যাসে দাবা খেলার বিষয় বুঝতে আমাকে সাহায্য করেছেন কবি মণিভূষণ ভট্টাচার্য। লেখার সময়ে শ্রোতা ছিলেন নবীন সাহিত্যিক সোমনাথ ভট্টাচার্য এবং অশোকরঞ্জন সেনগুপ্ত।
Leave a Reply