শাপমোচন উপন্যাসটি পড়েছিলাম ২০১৫/১৬ সালে। বয়স ছিল ১৮ বছর, শেষ অনুচ্ছেদ পড়ার সময় টপ টপ করে জল পড়ছিল চোখ হতে। আজ ২০২৪ সালে এসে আবার পড়লাম, আজকেও চোখের জল আটকাতে পারিনি। ভালবাসা এত গভীর হয়, অনুভূতি এত বিশুদ্ধ হয় তা মর্মে মর্মে উপলব্ধি করিয়েছেন লেখক তারাপদ। ছদ্মনাম ফাল্গুনী মুখোপাধ্যায় রুপেই তিনি আমাদের নিকট বেশী পরিচিত।
শতদল মৃধা।
শাপমোচন উপন্যাসটি পড়েছিলাম ২০১৫/১৬ সালে। বয়স ছিল ১৮ বছর, শেষ অনুচ্ছেদ পড়ার সময় টপ টপ করে জল পড়ছিল চোখ হতে। আজ ২০২৪ সালে এসে আবার পড়লাম, আজকেও চোখের জল আটকাতে পারিনি। ভালবাসা এত গভীর হয়, অনুভূতি এত বিশুদ্ধ হয় তা মর্মে মর্মে উপলব্ধি করিয়েছেন লেখক তারাপদ। ছদ্মনাম ফাল্গুনী মুখোপাধ্যায় রুপেই তিনি আমাদের নিকট বেশী পরিচিত।