লগ্নজিতা – মৌরি মরিয়ম
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০২৪
প্রকাশক – তাসনোভা আদিবা সেঁজুতি, অধ্যয়ন প্রকাশনী
প্রচ্ছদ – সামিউল ইসলাম চৌধুরী এবং মিডজার্নি
.
উৎসর্গ
একজন বড় বোন যিনি সবসময় মাথার ওপর ছায়া হয়ে থাকেন। সেটা আমার লেখক জীবনের শুরুর খুব খারাপ সময়ে হোক কিংবা ব্যক্তিগত জীবনের খুব কঠিন সময়েই হোক। যিনি লেখকসত্তার বাইরের মৌরি মরিয়মের ভালোমন্দ নিয়েও বিচলিত হন। যার সাথে শুধু লেখক-প্রকাশকের সম্পর্ক নয়। সম্পর্ক বোনের এবং আত্মার।
তিনি তাসনোভা আদিবা সেঁজুতি। যিনি ব্যক্তিগত ও পেশাদার উভয় জীবনেই জয়ী, একজন লগ্নজিতা। তাইতো লগ্নজিতার উৎসর্গ তার জন্য।
.
ভূমিকা
একসময় পত্রিকায় প্রায়ই একটা বিশেষ ধরনের অপরাধ সম্পর্কে খবর দেখতাম। তারপর হঠাৎ সেই ধরনের অপরাধই হয়েছে শুনলাম আমার বান্ধবীর এক বোনের সাথে। ব্যক্তিগতভাবে আমি ওই মানুষটিকে চিনি না। কিন্তু তবুও ওই বয়সে ওই ঘটনাটা আমার মনে এতটাই নাড়া দিয়েছিল যে, ভুলতে পারছিলাম না। আমার কল্পনায় সেই ঘটনা জাল বুনতে বুনতে একটি গল্প তৈরি করে ফেলল। অনেক বছর পর সেই গল্পে লিখলাম ‘লগ্নজিতা’। পাঠক বইটি পছন্দ করবে বলে আমার বিশ্বাস।
মৌরি মরিয়ম
খিলগাঁও, ঢাকা।
Leave a Reply