রূপসী বাংলা – জীবনানন্দ দাশ
উৎসর্গ
—আবহমান বাংলা, বাঙালী
ভূমিকা
এই কাব্যগ্রন্থে যে কবিতাগুলি সংকলতি হল, তার সবগুলিই কবির জীবিতকালে অপ্রকাশিত ছিল; তাঁর মৃত্যুর পরে কোনো— কোনো কবিতা বিভিন্ন পত্র—পত্রিকায় প্রকাশিত হয়েছে।
কবিতাগুলি প্রথম বারে যেমন লেখা হয়েছিল, ঠিক তেমনই পাণ্ডুলিপিবদ্ধ অবস্থায় রক্ষিত ছিল; সম্পূর্ণ অপরিমার্জিত। পঁচিশ বছর আগে খুব পাশাপাশি সময়ের মধ্যে একটি বিশেষ ভাবাবেগে আক্রান্ত হয়ে কবিতাগুলি রচিত হয়েছিল। এ—সব কবিতা ‘ধূসর পাণ্ডুলিপি’—পর্যায়ের শেষের দিকের ফসল।
কবির কাছে ‘এরা প্রত্যেকে আলাদা—আলাদা স্বতন্ত্র সত্তার মতো নয় কেউ, অপরপক্ষে সার্বিক বোধে একশরীরী; গ্রামবাংলার আলুলায়িত প্রতিবেশপ্রসৃতির মতো ব্যষ্টিগত হয়েও পরিপূরকের মতো পরস্পরনির্ভর…’।
অশোকানন্দ দাশ
৩১ জুলাই ১৯৫৭
Leave a Reply