রহস্যের ব্যবচ্ছেদ অথবা হিরন্ময় নীরবতা – মোহাম্মদ নাজিম উদ্দিন
রহস্যের ব্যবচ্ছেদ অথবা হিরন্ময় নীরবতা – মোহাম্মদ নাজিম উদ্দিন
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৯
.
পরিবর্তিত সংস্করণের কথা
গল্প লেখার শুরুটা হয়েছিল হুট করেই। কম্পিউটারে বাংলা টাইপ শিখলাম যেদিন, এক বড়ভাই বলল, ‘আমার নাম মোহাম্মদ নাজিম উদ্দিন’ ক্রমাগত টাইপ করে যেতে-চর্চার অংশ হিসেবে। বিরক্তিকর সে কাজ বাদ দিয়ে আমি তাকে নিয়ে লিখে ফেললাম আস্ত একটি গল্প। তিন পৃষ্ঠার সেই গল্প লিখতে সারাটা দিন লেগে গেছিল। সুবর্ণ তিরোহিত নামের সেই গল্প পড়ে বড়ভাইটি বলেছিলেন, তাকে ‘পচিয়েছি’ বলে তিনি ‘মাইন্ড’ করেননি, কারণ কাজটা আমি ‘ক্রিয়েটিভলি’ করেছি।
বলা যেতে পারে সেই থেকে শুরু আমার গল্প লেখার। তবে লেখক জীবনের বেশিরভাগ সময় অনুবাদ করে আর বড় বড় গৃলার উপন্যাস লিখেই ব্যয় করেছি, ছোটগল্প লিখেছি অনেক কম। তারপরও এক সময় এসে দেখলাম, পত্রিকাগুলোর অনুরোধে কিংবা অজান্তেই বেশ কিছু গল্প লেখা হয়ে গেছে! এর মধ্যে অনেকগুলো অপ্রকাশিত, আর কিছু গল্প বিভিন্ন পত্রপত্রিকায়, জাতীয় দৈনিক আর ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। তাই গত বছরেই ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্পগুলো এক মলাটে আবদ্ধ করার চিন্তাটা মাথায় আসে।
২০১৯-এর বইমেলার শেষের দিকে নিজের গল্পগুলো এক মলাটে বন্দি করে নিছক গল্প কিংবা আখ্যান নামে প্রকাশ করি। কিন্তুআমার কলকাতার প্রকাশক অভিযান পাবলিশার্সের মারুফ হোসেন এমন নামকরণে খুশি হতে পারেননি। বইটার ভূমিকা নিয়েও তার ছিল আপত্তি। ‘আপনি আপনার মতো গল্প লিখবেন…কৈফিয়ত দেবেন কেন!’-এমনই ছিল তার বক্তব্য। গল্পগ্রন্থটি অভিযান থেকে প্রকাশ করার সময় তিনি জানালেন, ‘রহস্যের ব্যবচ্ছেদ অথবা হিরণ্ময় নীরবতা’ নামটি দিতে চাইছেন। আমি এককথায় রাজি হয়ে যাই। আমারও মনে হয়েছে, এই নামকরণটিই বেশি উপযুক্ত। আগেরটার মধ্যে তাড়াহুড়ো কিংবা অতিরিক্ত বদান্যতার ছাপ ছিল সম্ভবত!
যাই হোক, অভিযান থেকে গল্পগ্রন্থটি প্রকাশ হবার পর উপলব্ধি করলাম, একই গল্পগ্রন্থ ঢাকা ও কলকাতা থেকে দুই নামে, ভিন্ন প্রচ্ছদে প্রকাশিত হবার কারণে পাঠকমহলে বিভ্রান্তি তৈরি হয়েছে। তখনই ঠিক করি, পরবর্তী সংস্করণটি হবে একই নামে, একই প্রচ্ছদে। তবে এবার গল্পের ধারাক্রমে কিছুটা পরিবর্তন আনা হয়েছে; পুরনো একটি গল্পের পরিবর্তে যোগ করা হয়েছে সাম্প্রতিক সময়ে লেখা নতুন একটি গল্প।
এই গল্পগ্রন্থে আমার পরিচিত গণ্ডী থৃলার ছাড়াও বিভিন্ন ধরণের গল্প রয়েছে। বিষয়বৈচিত্রের দিক থেকে ‘সমৃদ্ধ’ বললে উন্নাসিক বলা যাবে না হয়তো! তারচেয়েও বড় কথা, এখন পর্যন্ত নিজের কাছে নিজের লেখা সেরা কাজগুলোর বেশ কয়েকটি এই গল্পগ্রন্থে স্থান পেয়েছে-এমন দাবি আমি অকপটেই করছি। পাঠক গল্পগুলো পড়ে আনন্দ পেলে ভীষণ ভালো লাগবে আমার।
মোহাম্মদ নাজিম উদ্দিন
ফেব্রুয়ারি, ২০২০
ঢাকা
.
উৎসর্গ :
বন্ধু কামাল হোসেন বাবলু’কে… যে আমাকে কলেজ জীবনেই মাসিক বুড়িগঙ্গায় লেখালেখি করার জন্য ‘টেনে’ নিয়ে গেছিল জোর করে!
Leave a Reply