রবিনহুড – কাজী আনোয়ার হোসেন
প্রজাপতি প্রকাশন
সেবা প্রকাশনী: ১৯৭৯
প্রজাপতি সংস্করণ: ১৯৯২
ROBIN HOOD
By: Qazi Anwar Husain
ISBN-984-462-202-6 মূল্য: দুই শ’ বিয়াল্লিশ টাকা
উৎসর্গ
বাংলাদেশের
মহৎহৃদয় কিশোরদের
জন্যে-
ভূমিকা
রবিন হুড বলে সত্যিই কি কেউ ছিল?
অনেক তর্ক-বিতর্কের পর পণ্ডিতেরা সিদ্ধান্তে পৌঁছেছেন, যদিও জন্ম-বৃত্তান্ত কিছুই পাওয়া যায় না, খ্রীষ্টীয় দ্বাদশ শতাব্দীর শেষ দিকে রবিন হুড বলে যে সত্যিই কেউ একজন ছিল, তাতে কোন সন্দেহ নেই। সত্যিই সে অত্যাচারী নর্মান শাসক আর অর্থলোলুপ ধর্মযাজকদের অমানুষিক নির্যাতনের প্রতিবাদ জানাতে গিয়ে দস্যু হয়েছিল, খ্যাতি অর্জন করেছিল গরীব-দুঃখীর বন্ধু আর অত্যাচারীর যম হিসেবে। সেকালে অসংখ্য গান রচিত হয়েছিল তার বীরত্ব ও মহত্ত্বের আশ্চর্য সব কীর্তি-কাহিনী নিয়ে। লোকের মুখে-মুখে ফিরেছে সে-গান কয়েক শতাব্দী ধরে।
সেই শেরউড জঙ্গল আজও আছে ইংল্যাণ্ডের নটিংহামশায়ারে- যদিও লোকালয়ের সম্প্রসারণে অনেক ছোট হয়ে গেছে তার আকার। আজও আছে সেখানে ‘ব্লু বোর সরাইখানা’-যদিও আমার বিশ্বাস, এটা আধুনিক কোন ব্যবসায়ীর উদ্যমের ফসল, সেই আদি ব্লু বোর নয়। রবিন হুডের কবর খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তার বিশ্বস্ত অনুচর লিটল জনের কবর পাওয়া গেছে বলে দাবি করছে ইংল্যাণ্ড, স্কটল্যাণ্ড ও আয়ারল্যাণ্ড। এর মধ্যে ডার্বিশায়ারের হেদারসেজ গ্রামে যে কবরটি পাওয়া যায়, তাতে অস্বাভাবিক লম্বা মানুষের অস্থি আবিষ্কৃত হয়েছে। এসব থেকে অনুমান করা যায়, লিটল জন বলেও সত্যিই ছিল কেউ।
কিন্তু তাই বলে এ-বইয়ের প্রতিটি ঘটনাকে ঐতিহাসিক সত্য মনে করার কোন যুক্তি নেই। লোকের মুখে মুখে ঘুরলে গল্পের যা হয়-নিজ নিজ কল্পনার রঙ চড়াতে কসুর করে না কেউ—রবিন হুড়ের বেলাতেও ঠিক তাই হয়েছে। অনেক ঘটনার উল্লেখ আছে এতে-কোটা সত্যি, কোন্টা অতিরঞ্জিত, আর কোন্টা যে সর্বৈব কাল্পনিক, জানার উপায় নেই আমাদের।
জেনে লাভই বা কি, বলুন? তারচেয়ে আসুন, বাস্তব জটিল জীবনের কর্মব্যস্ততার কোন অবসরে অদ্ভুত এক স্বপ্নের জগতে কিছুক্ষণের জন্যে বিভোর হয়ে হারিয়ে যাই।
কাজী আনোয়ার হোসেন
১০-১২-৭৯।
Leave a Reply