যেতে পারি, কিন্তু কেন যাবো?
ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভালো।
এতো কালো মেখেছি দু হাতে
এতোকাল ধরে!
কখনো তোমার ক’রে, তোমাকে ভাবিনি।
এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
চাঁদ ডাকে : আয় আয় আয়
এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
চিতাকাঠ ডাকে : আয় আয়
যেতে পারি
যে-কোন দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু, কেন যাবো?
সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো
যাবো
কিন্তু, এখনি যাবো না
তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো
একাকী যাবো না, অসময়ে।।
kamal ghosh
At 62,when it is more relevant, you can read it a hundred times, and come back again, and again
প্রবাল মুখোপাধ্যায়
…..অথচ বড় অসময় একাকী চলে গেছেন শক্তি…আমাদের ছেরে…ভাগ্যের কি অদ্ভুত কৌতুক…
মামুন অাল মান্নান
শক্তির কবিতার শক্তি অসাধারণ। হৃদয় তোলপাড় করার মতো ঝড় তৈরী হয়। অামাকে ভাসিয়ে নিয়ে যায় দূর অজানায়………