যারা ভোর এনেছিল – আনিসুল হক
প্রথম প্রকাশ : মাঘ ১৪১৮, ফেব্রুয়ারি ২০১২
প্রকাশক : প্রথমা প্রকাশন
প্রচ্ছদ ও অলংকরণ : সব্যসাচী হাজরা
.
উৎসর্গ
তোমরা যারা একাত্তরের পরে জন্মেছ
.
ভূমিকা
এটি উপন্যাস, ইতিহাসগ্রন্থ নয়; যদিও ঐতিহাসিক ঘটনা বর্ণনার সময় সত্যতা রক্ষার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে।
এই কাহিনি রচনার সময় বিভিন্ন লেখকের নানা বই থেকে উদার হাতে গ্রহণ করা হয়েছে, কোথাও কোথাও উদ্ধৃত করা হয়েছে অবিকল, কোথাও বা পুনর্লিখন করা হয়েছে মাত্র। সবার কাছে ঋণ স্বীকার করছি আন্তরিকভাবে।
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মূল্যবান অর্জন স্বাধীনতা। তা যে এক দিনে আসেনি, এক বছরেও নয়—এই বই রচনাকালে কথাটা বারবার মনে হয়েছে।
এই বইয়ে আমরা কেবল ১৯৫২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আসতে পেরেছি। আমাদের আরও বহু পথ পাড়ি দিতে হবে। আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে আমার জন্য কাজটা সহজ হবে। পরামর্শ, সংশোধনী, তথ্য পাঠাতে পারেন ই-মেইলে। ধন্যবাদসহ
আনিসুল হক
Leave a Reply