মাসুদ রানা ১৫৯-১৬০ – আবার উ সেন (দুইখণ্ড একত্রে)
কাজী আনোয়ার হোসেন
Masud Rana 159-160 – Abar U Sen, Part 1 & Part 2
A Thriller Novel
By: Qazi Anwar Husain
আবার উ সেন – ১ (প্রথম প্রকাশ: ১৯৮৯)
আবার উ সেন – ২ (প্রথম প্রকাশ: ১৯৮১)
.
কোন উ সেন?
সেই যে বার্মায় রানার কাছে হেরে গিয়ে
ক্রোধোন্মত্ত এক দোর্দণ্ডপ্রতাপ দস্যু শপথ নিয়েছিল-
‘মাসুদ রানা। তুমি মস্ত ক্ষতি করলে আমার।
বাঁচতে পারবে না তুমি আমার হাত থেকে।
প্রস্তুত থেকো, আজ হোক, কাল হোক,
দশ বছর পরে হোক- প্রতিশোধ নেব আমি।’ [রক্তের রঙ-২]
মনে আছে?
এতদিন পর সেই প্রতিশোধ নিতে যাচ্ছে
দুর্ধর্ষ গুপ্ত-সংগঠন ইউনিয়ন কর্মের সর্বাধিনায়ক কাপু সেই উ সেন।
মাসুদ রানার বিরুদ্ধে এটা তার ব্যক্তিগত আক্রোশ।
পর পর ছয়বার আক্রান্ত হয়ে
শেষে মরিয়া হয়ে ঘুরে দাঁড়াল রানা।
.
প্রতিদ্বন্দ্বী হিসেবে কখনও লোকটিকে ছোট করে দেখেনি রানা। ওর জীবনে একটা অভিশাপ ছিল সে। আর কাউকে হত্যার জন্যে এতটা পরিশ্রম, মেধা, অর্থ ও সময় ব্যয় করতে হয়নি। সেই উ সেন কি সত্যিই মারা গেছে? যদি মারাই গিয়ে থাকে, তাহলে প্লেনগুলো হাইজ্যাক করছে কে? বিশাল জলাভূমির মাঝখানে চল্লিশ ফুট লম্বা প্রহরী কেন? কেনই বা সি.আই.এ-র নতুন চীফ ধর্না দেন রানার কাছে?
Leave a Reply