মান্না দে – সম্পাদনা অলক চট্টোপাধ্যায়
Manna Dey – A collection of articles written on Manna Dey
প্রথম প্রকাশ – বইমেলা, মাঘ ১৪২০, জানুয়ারি ২০১৪
প্রচ্ছদ – দেবব্রত ঘোষ
এই গ্রন্থের কিছু ছবি সাংবাদিক ও লেখক মানস চক্রবর্তীর সৌজন্যে প্রাপ্ত
প্রকাশক- অরুণকুমার ঘোষ
শ্রদ্ধায়
প্রধানত বাংলা ও হিন্দি ভাষার গানের অবিস্মরণীয় শিল্পী মান্না দে-র প্রতি অপরিমেয় শ্রদ্ধা-ভালবাসা ছাপার অক্ষরে ধরে রাখার জন্যই এই বই৷ তবে এই উদ্যোগে সময়-সঙ্কটের জন্য সাধ ও সাধ্যের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা যায়নি৷ মান্না দে-র মতো বিরাট মাপের শিল্পীর জীবনও এখানে নানাভাবে হাজির হয়েছে৷ লেখকবৃন্দ তাঁদের নিজস্ব স্মৃতিচারণে টেনে এনেছেন অতুলনীয় গায়কের কৃতিত্বের নানা দিক৷ প্রাসঙ্গিক হিসেবে নানা লেখায় উপস্থিত হয়েছেন মান্না দে-র সমসাময়িক কয়েকজন স্বনামধন্য, সুপরিচিত ব্যক্তিত্বও৷ সুরসিক ও মানুষ হিসেবে সহজ-সরল মান্না দে-র সঙ্গে সঙ্গে হেঁটেছে নানা চেহারার সঙ্গীতস্মৃতিও৷ সঙ্গীতরসিক পাঠকদের স্মৃতি উসকে দেওয়ার এই সামান্য প্রচেষ্টা যথাযোগ্য স্বীকৃতি পেলে আমরা ধন্য হব৷
নমস্কারান্তে
অলক চট্টোপাধ্যায়
কলকাতা
১৫ জানুয়ারি ২০১৪
Leave a Reply