ভোলগা থেকে গঙ্গা – রাহুল সাংকৃত্যায়ন
“ভোল্গা সে গঙ্গা” অর্থাৎ ‘ভোলগা থেকে গঙ্গা’ রাহুল সাংকৃত্যায়ন-এর ২০টি ছোট গল্পের সংকলন। এটি ১৯৪৪ সালে প্রকাশিত হয়। ভাষা হিন্দী। ভোল্গা সে গঙ্গা প্রকাশের পর ভারতের হিন্দীভাষী প্রায় সমস্ত অঞ্চল হতে তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন লেখক। এ কারণে এটিকে বিতর্কিত রচনাও বলা যায়। ‘কনৈলা কী কথা’ এ গ্রন্থের পরের পর্ব।
Leave a Reply