ভেজা বারুদ – স্বপ্নময় চক্রবর্তী
প্রথম প্রকাশ – জানুয়ারি ২০১৬
প্রচ্ছদ – মৃণাল শীল
.
আমাদের সাহিত্যযাত্রার অগ্রপথিক
অভিজিত সেন
সুহৃদবরেষু
স্রোতের ভিতরে দাঁড়িয়ে স্রোতের চরিত্র বোঝা যায় না। তটে দাঁড়িয়ে বুঝে নিতে হয়। আলঙ্কারিকরা একেই বলেন তটস্থ বিচার।
যে সময়ের মধ্যে আমরা স্থিত রয়েছি, সেই সময়কে কেন্দ্র করে কিছু লেখার মধ্যে একটা ঝুঁকি থেকে যায়। একটু দূরে সরে গিয়েই সময় বিচার করা রীতি সিদ্ধ। তবু, সময়কে এড়িয়ে গিয়ে চোখ বুঝে কোনও কোকিলের দিকে কান ফেরানোয় অন্তরের সায় থাকে না অনেকসময়।
এই উপন্যাসটি সমসময়ের ঘটনাবলী নিয়ে লেখা, মূল চরিত্রে সাধারণ জন। কিন্তু শেষ পর্যন্ত এটি একটি রাজনৈতিক উপন্যাস।
এই উপন্যাসটি ১৪২২ বঙ্গাব্দের একটি শারদ পত্রিকায় প্রকাশিত হলে প্রাথমিক গুঞ্জরণ আলোড়নে পর্যবসিত হয়।
স্বপ্নময় চক্রবর্তী
৬ জানুয়ারি ২০১৬
কলকাতা
Leave a Reply