ভূতগুলো সব ভয় দেখায় – সম্পাদনা : শীর্ষেন্দু মুখোপাধ্যায়
পাবলিশিং প্লাস
সম্পাদনা সহযোগিতায় – অয়ন বন্দ্যোপাধ্যায়
প্রথম প্রকাশ : জুলাই ২০১৮
প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী
.
দু—চার কথা
‘ভূত’ নিয়ে নতুনকরে আর বিশেষ কিছু বলার নেই! আমার রচিত ভূতেরা ভয় দেখায় না; তারা ভয়াবহও নয়, নিতান্তই মজার ভূত তারা—বরং কখনোসখনো উপকারীও। তাই আমার ভূতদের ক্ষেত্রে ‘গা—ছমছমে’ এই বিশেষণ কিঞ্চিৎ বাড়াবাড়িই। তবে সংকলনের বাকি সব ভূতের ক্ষেত্রে তো একথা প্রযোজ্য নয়— তাদের কাণ্ডকারখানাও ভিন্নরকম, আর তারা সকলেই ঠিক নির্দোষ এবং মজাদারও নয়। কারণ, ভূত বলে কথা! আর ভূত মানেই তো ভয়—ভয়। তাই আমার লেখা ভূতের গল্প পড়ে যাদের বেজায় ভূতের ভয় বেজার হয়ে বিদায় নিয়েছে; এই বইটি পড়ে তারা আবার ফিরে আসতেও পারে। কারণ বেশকিছু হারিয়ে—যাওয়া ভৌতিক কাহিনির সঙ্গে সাম্প্রতিক রোমহর্ষক কিছু রচনাকেও স্থান দেওয়া হয়েছে এই গ্রন্থে। আর সব গল্পই যেকোনো বইতে সহজে পাওয়া যাবে না! বিস্তর পরিশ্রম করে, মাথা ঘামিয়ে তাঁদের জোগাড় করেছেন তরুণ সহযোগী অয়ন বন্দ্যোপাধ্যায়; তাঁকে সবিশেষ ধন্যবাদ। বাকিটা রসিকজনের ওপর, দেখা যাক, তাঁদের প্রতিক্রিয়া কী হয়!
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
Leave a Reply