ভাসানবাড়ি – সায়ক আমান
ভাসানবাড়ি – সায়ক আমান
(টেলি বইয়ের সৌজন্যে। প্রুফরীডিং : রেজওয়ান গাজী)
.
উৎসর্গ
দেবারতিদি আর সার্থকদাকে…
এটা পড়লে বুঝবে, তোমরাই আমার ভাসানবাড়ি
.
ভূমিকা
শুনুন, চুপি চুপি একটা কথা বলছি। কাটতি বাড়াতে এই বইটাকে আমরা সাইন্স ফিকশান থ্রিলার-টিলার কিছু একটা বলে চালানোর চেষ্টা আপনি কান দেবেন না। ভাসানবাড়ি আদ্যপান্ত প্রেমের গল্প। তবে প্রেম তেত্রিকোণ, সরলরেখা, বিন্দু নানা রকমের হয়। এই বইতে যে প্রেমের বলা আছে তা আসলে বৃত্তাকার। অতয়েব বৃত্তের ঠাটবাট, রুচিমর্জি না থাকলে চলে? প্রেমটা ঠিক খোলসা হবে না। তাই সাইন্সের অবতারণা।
তবে চটকদার বিজ্ঞাপন, বাহারি প্রচ্ছদ কিংবা লেখকের নাম দেখেই যদি বইটা একান্ত নিয়েই ফেলেন তাহলেও দেওয়ালে মাথা কুটবেন না প্লিজ। বাজারচলতি চিপসের প্যাকেটে যেমন চিপস থাকে তেমন এ বইতে রহস্য- টহস্য খানিকটা আছে, কিন্তু ওটা কেবলমাত্র আপনাকে অন্য এক্টা গল্প শোনানোর অছিলা । ভিতরের সেই গল্পটা আসলে বিসর্জনের।
এবার এই বইয়ের পাতা থেকে মুখ তুলে একটু মনে করুন, শেষ যে মানুষটাকে ভাসান দিয়ে এসেছেন আপনি… অনিচ্ছা সত্ত্বেও, সবটুকু দিয়েও ধরে রাখতে পারেননি তাকে, কোনও নদীর ঘাটে, রেলস্টেশানে, চেনা রাস্তায় কিংবা ইলেকট্রিক চুল্লিতে রেখে চলে আসতে হয়েছে- জলে ফেলে দেওয়া প্রতিমার মতো তারাও সময়রেখা বেয়ে চলে গেছে দিগন্তের দিকে। তারপর আর অপেক্ষা করেননি তার জন্য। ভেবেছেন, আর কিছু তো নেই…
আছে কী নেই বিশ্বাস করুন, আমিও জানি না। তবে এই পৃথিবীর মানুষদের কারও কারও বুকের ভিতরে নিশ্চয়ই একটা ভাসানবাড়ি আছে। এমন একটা বাড়ি যেখানে বছরের পর বছর ভাঙা দালান, শুকনো পাতায় ছেয়ে ওরা ছাদ আর ঝুলন্তকড়িকাঠের পাঁজরে কেউ অপেক্ষাতে থাকে আপনার জন্য। অন্ততকাল ধরে…
“অরিন টু” লেখার জন্য প্রকাশক ও পাঠক যা চাপ দিচ্ছেন তেমন চাপ জয়েন্টের আগে দিলে এতদিনে গলায় স্টেথোস্কোপ ঝুলত। তার ফাঁক গলে এমন একটা কিছু নামাতে পেরেছি বলে নিজের একটা ধন্যবাদ প্রাপ্য, বিভা প্রকাশনাকেও ধন্যবাদ। উত্তরপত্রে “মঙ্গলগ্রহের বিবরণ নিয়ে মঙ্গলকাব্য রচিত”, লেখা ছেলেও নয় নয় করে তিনটে নভেল হাঁকিয়ে দিল। মিডনাইট হরর স্টেশানের লক্ষাধিক শ্রোতা, এ বই পড়ুন চাই না পড়ুন, আপনাদের জন্য রইল আমার অকুণ্ঠ ভালোবাসা।
ভাসানবাড়ি আপাতত ফাঁকা, আগুন লেগে ধ্বংস হয়ে গেছে সমস্তটা, কদিন পরেই হয়তো ভাঙা পড়বে। তাও এর পোড়া দেওয়ালে কান রাখলে গল্প শুনতে পাবেন। অশ্বিনী আর হৈমন্তীর গল্প… সময়ের গল্প…
…শুনে নিন। আমি দরজা খোলা রেখে গেলাম।
সায়ক আমান
কলকাতা
পয়লা জানুয়ারি, ২০২০
biplab
সায়ক আমন- এর বইগুলো পড়তে পারছি না কেন?
বাংলা লাইব্রেরি
ওগুলো অসম্পূর্ণ। দেয়া হয়নি এখনো।
S.r
Sir Piya sarkar,dipikamajumder er boi din.
Brishik.brchik chakra. Patalkot.
Ajeo Ray er golpo samagra dear request korchi.,