ভালোবাসি তোমাকেই – কাসেম বিন আবুবাকার
ভালোবাসি তোমাকেই – কাসেম বিন আবুবাকার
প্রথম প্রকাশ ১৪ জুলাই-১৯৯৩ খৃঃ
প্রচ্ছদ : ধ্রুব এষ
উৎসর্গ
নূর খাতুন
যে আমার হৃদয় রাজ্যের রাণী
(১) “পরশ্রীকাতর এবং লোভী ব্যক্তি কখনও শান্তি পায় না।”
—হযরত রাবিয়া বসরী (রাঃ)
(২) “যদি আল্লাহকে ভয় করিতে পার, তবে কেহ তোমার ক্ষতি করিতে পারিবে না। আর যদি অন্যের ভয় অন্তরে স্থান দাও, তবে অনিবার্য ক্ষতির হাত হইতে কেহ তোমাকে রক্ষা করিতে পারিবে না।”
— তুসী
(৩) “প্রেম মানুষকে অন্ধ ও বধির করে দেয়”
—বুস্তানুল আরিফীন-পৃঃ২২৯
.
পাঠকের দৃষ্টি আকর্ষণ
এই “ভালোবাসি তোমাকেই” বইটি পূর্বে প্রকাশিত প্রকাশকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এবারে বইটির ত্রয়োদশ সংস্করণ ‘নূর-কাসেম পাবলিশার্স’ থেকে প্রকাশ করা হল। বিগত সংস্করণগুলোতে বানান, শাব্দিক ও ভাষাগত ভুল-ত্রুটি প্রচুর ছিল। এই সংস্করণে সবকিছু সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করে উন্নত মানে ও নতুন আঙ্গিকে প্রকাশিত হল।
বিগত সংস্করণগুলোতে বইটি অত্যন্ত নিম্নমানের নিউজ ও সাদা কাগজে প্রকাশিত হওয়া সত্ত্বেও প্রকাশক বইটির মূল্য বেশি রেখেছিলেন। যার ফলে পাঠকবর্গ ক্রয় করার সময় অসন্তুষ্ট হতেন। তাই এবার বইটি শুধু অফসেট কাগজে উন্নতমানের ছাপা সত্ত্বেও যথাসম্ভব কম মূল্য রাখা হয়েছে।
পাঠকবর্গের অবগতির জন্য আরো জানানো যাচ্ছে যে, আমার লেখা ফুটন্ত গোলাপ, ক্রন্দসী প্রিয়া, বিদেশী মেম, বিলম্বিত বাসর, প্রেমের পরশ, একটি ভ্রমর পাঁচটি ফুল, প্রেম বেহেশতের ফল, পাহাড়ী ললনা, শ্রেয়সী, শরীফা ও বিদায় বেলায় বইগুলি যা “সাহিত্য মালা” ৩৪/২ নর্থব্রুক হল রোড, ঢাকা-১১০০ এবং অসম প্রেম, অবশেষে মিলন, প্রতীক্ষা ও ভালোবাসি তোমাকেই যা “তরফদার প্রকাশনী” ২/৩ প্যারিদাস রোড, ঢাকা-১১০০ থেকে পূর্বে প্রকাশিত হয়েছিল। তাদের সঙ্গে উল্লিখিত বইগুলি প্রকাশ করার চুক্তি মেয়াদ যথাক্রমে ১৯৯৬- ১৯৯৭-১৯৯৯-২০০০-২০০২ ও ২০০৩ ইং সালে উত্তীর্ণ হয়েছে এবং তারা নতুনভাবে চুক্তি করতে অনিহা ব্যক্ত করায় বইগুলির স্টক বিক্রি করে শেষ করার জন্য যথা সময়ে পত্র দিয়ে অনুরোধ করেছি।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় অনুযায়ী উক্ত বইগুলি নিজ তত্ত্বাবধানে “নূর-কাসেম পাবলিশার্স” থেকে প্রকাশিত হলেও তারা অবৈধভাবে প্রকাশ করে বিক্রি করছেন।
তাই পাঠকবর্গ ও স্বনামধন্য বিক্রেতাদের প্রতি একান্ত অনুরোধ, উপরোক্ত বইগুলি ক্রয় করার সময় অবশ্যই ‘নূর-কাসেম পাবলিশার্স’ ৩৮/৪ বাংলাবাজার (২য় তলা)-এর ব্যানারে প্রকাশিত কিনা দেখে ক্রয় করবেন। অন্যথায় জানবেন আপনি প্রতারিত হচ্ছেন।
আশা করি, সচেতন পাঠকবর্গ ও বই বিক্রেতাগণ একজন লেখকের অনুরোধ রক্ষা করে বাধিত করবেন।
ওয়াস সালাম
কাসেম বিন আবুবাকার
১৮ মাঘ ১৪১০ বাং
৮ জিলকদ – ১৪২৪ হিঃ
১ জানুয়ারি ২০০৪ খৃঃ
Leave a Reply