ব্যোমকেশের ডায়েরী – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
গুরুদাস চট্টোপাধ্যায় এণ্ড সন্স
চতুর্থ মুদ্রণ – চৈত্র ১৩৫৯
উৎসর্গ
মানু ও মিহির
.
অনেকে জানিতে চাহেন আমার এ গল্পগুলি কোনো বিদেশী গল্পের নকল কি না। সাধারণের অবগতির জন্য জানাইতেছি যে এগুলি আমার সম্পূর্ণ নিজস্ব রচনা।
ডিটেকটিভ গল্প সম্বন্ধে অনেকের মনে একটা অবজ্ঞার ভাব আছে–যেন উহা অন্ত্যজ শ্রেণীর সাহিত্য। আমি তাহা মনে করি না। Edgar Allan Poe, Conan Doyle, G. K. Chestertion যাহা লিখতে পারেন তাহা লিখিতে অন্ততঃ আমার লজ্জা নাই।
–শ্রী শরদদিন্দু বন্দ্যোপাধ্যায়
Leave a Reply