হারিয়ে যাওয়া খুনিরা সিরিজ ২ / বাবু ও বারবনিতা / দেবারতি মুখোপাধ্যায়
প্রথম প্রকাশ : ডিসেম্বর ২০১৯
দুই অসমসাহসী বাঙালী
এই দুই উপন্যাসের কাণ্ডারী ও ত্রাতাস্বরূপ,
দক্ষ পুলিশ অফিসার প্রিয়নাথ মুখোপাধ্যায় ও
ড. পঞ্চানন ঘোষালের স্মৃতির উদ্দেশে…
ভূমিকা
‘হারিয়ে যাওয়া খুনিরা’ সিরিজের প্রথম খণ্ডে লিখেছিলাম ভারতবর্ষের বুকে ঘটে যাওয়া গত দু-শো বছরের নির্বাচিত বারোটা রুদ্ধশ্বাস খুনের সত্যকাহিনি। উন্মোচিত করার প্রয়াস নিয়েছিলাম এমন বারোজন হত্যাপরাধীকে যারা সেইসময় সংবাদপত্রের প্রথম পৃষ্ঠা জুড়ে আলোড়ন ফেললেও কালের গর্ভে বিস্মৃত হয়ে গিয়েছে।
সিরিজের বারোটি পর্ব আন্তর্জালে প্রকাশকালে এবং পরে বই হিসেবে প্রকাশের পর পাঠকমহলে এই সিরিজ নিয়ে যে অভাবনীয় সাড়া পেয়েছি, তা বলাই বাহুল্য। দেশ ও বিদেশের নানা প্রান্ত থেকে অসংখ্য পাঠক আমায় পরবর্তী খণ্ডের জন্য অনুরোধ জানিয়েছিলেন।
পাঠকের কাছে অদেয় লেখকের কিছুই নেই। তাই তাঁদের দাবি শিরোধার্য করে ট্রু ক্রাইমের সেই সিরিজের পরবর্তী খণ্ড হিসেবে আত্মপ্রকাশ করছে ‘বাবু ও বারবনিতা’। এতে রয়েছে দুটি দীর্ঘ কাহিনি। একটির সময়কাল ঊনবিংশ শতাব্দীর শেষভাগ, অন্যটির বিংশ শতাব্দীর প্রথমার্ধ। দুটিরই প্রেক্ষাপট উত্তর কলকাতার পতিতাপল্লি সোনাগাছি।
এই খণ্ডের বিশেষত্ব হল, যে দু-জন কুখ্যাত মানুষ এখানে কেন্দ্রীয় চরিত্রের ভূমিকা পালন করছেন, তাঁরা একাধিক হত্যার অভিযোগে অভিযুক্ত। অর্থাৎ serial killer. দুটি মানুষেরই জটিল মনস্তত্ত্ব এবং অপরাধী হিসেবে আত্মপ্রকাশের রোমাঞ্চকর কাহিনি বিস্মিত করবে পাঠককে। সঙ্গে গর্বে ভরিয়ে দেবে অসমসাহসী দুই বাঙালি পুলিশ অফিসারের বীরগাথার কথা জেনে। শুধুই হত্যাবর্ণনা নয়, হত্যাকাহিনির সঙ্গে আপাতদৃষ্টিতে অপ্রাসঙ্গিক মনে হলেও আমি এখানে তুলে ধরতে চেয়েছি তৎকালীন সমাজব্যবস্থা, নারীদের আর্থসামাজিক অবস্থান ও পতিতাপল্লির চালচিত্র। তখনকার বাবুসম্প্রদায়, বুলবুলির লড়াই, ঢপগান, হাফ আখড়াই ইত্যাদিকে লেখকের কষ্টকল্পনায় মেশাতে চেয়েছি দুটি উপন্যাসেই। সেইজন্য সাহায্য নিয়েছি নানা বইয়ের, সেই সহায়ক গ্রন্থ তালিকা দেওয়া হল বইয়ের শেষে।
প্রথম খণ্ডের মতো এই দ্বিতীয় খণ্ড-ও পাঠকের মন জয় করে নেবে, এই আশা রাখি।
দেবারতি মুখোপাধ্যায়
সহায়ক গ্রন্থ
১। দারোগার দপ্তর — প্রিয়নাথ মুখোপাধ্যায়
২। ব্যক্তিগত নোটবুক — ড পঞ্চানন ঘোষাল
৩। কলকাতা — শ্রীপান্থ
৪। কলিকাতার কাহিনী — সুকুমার সেন
৫। কলিকাতা দর্পণ ১ ও ২ — রাধারমণ মিত্র
৬। পুরনো কলকাতার কথাচিত্র — পূর্ণেন্দু পত্রী
৭। হুতোম প্যাঁচার নকশা — কালীপ্রসন্ন সিংহ
৮। বেশ্যাসংগীত বাইজীসংগীত — দেবজিত বন্দ্যোপাধ্যায়
৯। শিক্ষিতা পতিতার আত্মচরিত — মানদা দেবী
১০। অপরাধ বিজ্ঞান — ড পঞ্চানন ঘোষাল
Leave a Reply