বাঙালি জাতি, বাঙালি মুসলমান ও বাঙালি জাতীয়তাবাদ – সৈয়দ আবুল মকসুদ
প্রথম প্রকাশ – ফেব্রুয়ারি ২০০৮
প্রকাশক – সাঈদ বারী, সূচীপত্র
প্রচ্ছদ – নিয়াজ চৌধুরী তুলি
Bangali Jati, Bangali Musalman O Bangali Jatiyotabad by Syed Abul Maksud
এই গ্রন্থের বিষয়বস্তু ও মতামত গ্রন্থকারের নিজস্ব -প্রকাশক
উৎসর্গ
মওলানা আবদুল হামিদ খান ভাসানী
মুখবন্ধ
প্রবন্ধগুলো বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের আমন্ত্রণে রচিত এবং স্মারক- বক্তৃতা ও অভিভাষণ হিসেবে উপস্থাপিত হয়েছিল। সাহিত্য ও দর্শন আমার চর্চার বিষয়। আমার আগ্রহের এলাকা বাংলাদেশ ও বাঙালি জাতি। প্রবন্ধগুলোতে বিষয় হিসেবে ঐক্য এইটুকু আছে যে এগুলো বাংলা, বাঙালি ও বাংলা ভাষা এবং দর্শন সম্পর্কে।
যাঁদের সহৃদয় আগ্রহ ছাড়া এগুলো লেখা হতো না তাঁদের প্রতি জানাই কৃতজ্ঞতা। ‘কনফুসিয়াসের শিক্ষা ও দর্শন’ এবং ‘১৫০০ বছরের বাঙালি দার্শনিক’-এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র এবং গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের সভাপতি প্রফেসর আমিনুল ইসলাম ও প্রফেসর কাজী নূরুল ইসলাম; ‘বাঙালি জাতি, বাঙালি মুসলমান, বাঙালি জাতীয়তাবাদ ও বাংলাদেশ’-এর জন্য লেখক ও সংগঠক মফিদুল হক ও আহমেদ পারভেজ; ‘মধ্যযুগের ধর্মবিষয়ক রচনায় বাংলা ভাষার ব্যবহার’-এর জন্য এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের প্রফেসর সিরাজুল ইসলাম, প্রফেসর ওয়াকিল আহমদ ও প্রফেসর হাসনা বেগম; ‘মোসাম্মদ রেজিয়া খাতুন’ এবং ‘হেগেল ও তাঁর দর্শন’-এর জন্য আহমদ ছফা রাষ্ট্রসভার কর্ণধার ড. সলিমুল্লাহ খান ও ডা. জহিরুল ইসলামের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। ‘আমাদের জীবনে একুশের তাৎপর্য’ এবং ‘একুশের সুবর্ণ জয়ন্তী’-র জন্য যথাক্রমে বাংলা একাডেমী ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের কাছে কৃতজ্ঞ।
প্রত্যেকটি লেখাই গ্রন্থভুক্ত হওয়ার আগে একাধিক পত্রিকায় বা কোনো সংকলনে মুদ্রিত হয়েছে। সেগুলোর নাম উল্লেখ করতে গেলে তালিকা দীর্ঘ হবে।
অত্যন্ত আগ্রহ নিয়ে এ গ্রন্থ প্রকাশ করায় প্রীতিভাজন সাঈদ বারীকে অসংখ্য ধন্যবাদ।
সৈয়দ আবুল মকসুদ
আজিজ এপার্টমেন্ট
ধানমণ্ডি, ঢাকা
Leave a Reply