বাংলার বিদ্বৎসমাজ – বিনয় ঘোষ
বাংলার বিদ্বৎসমাজ – বিনয় ঘোষ
.
পরিমার্জিত সংস্করণ প্রসঙ্গে প্রকাশকের কথা
‘বাংলার বিদ্বৎসমাজ’ প্রকাশিত হয় বৈশাখ ১৩৮০, ইংরেজি ১৯৭৩ সালে। প্রকাশ ভবনের দেওয়া তথ্য অনুযায়ী ১৯৭৩ থেকে ২০০৬, অর্থাৎ ৩৩ বছরে বইটির পাঁচটি ‘সংস্করণ’ হয়েছে। সম্ভবত পুনর্মুদ্রণকে সংস্করণ বলা হয়েছে। ‘দ্বিতীয়’ সংস্করণের ভূমিকায় বিনয় ঘোষ জানিয়েছেন, অনেক নতুন তথ্য সংযোজন করা হল। পাঠ্যবিষয়ে কিছু কিছু সংশোধনও করা হয়েছে। পরবর্তী ‘সংস্করণ’গুলো হয় লেখকের প্রয়াণের পর। এক্ষেত্রে সংস্করণের সুযোগ ছিল না। হয়ে থাকলেও তার উল্লেখ নেই পরবর্তী তিনটি মুদ্রণে।
নতুন করে প্রকাশ করার সময় আমাদের অবলম্বন করতে হয়েছে প্রকাশ ভবনের ২০০৬-এর মুদ্রণ। কাজ করতে গিয়ে বেশ কিছু মুদ্রণপ্রমাদ লক্ষ করা যায়। সে-সব সাধ্যমতো সংশোধন করা হয়েছে। এবং লেখক ও তাঁর লেখাকে যথাযথ মর্যাদা দিতে আমরা যত্ন নিয়েছি ছাপা ও সামগ্রিক প্রকাশনার বিষয়ে। নির্ঘণ্ট পরিবর্ধিত আকারে প্রস্তুত করেছেন শ্রী সত্যব্রত ঘোষাল। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।
.
দ্বিতীয় সংস্করণের ভূমিকা
‘বাংলার বিদ্বৎসমাজ’ দ্বিতীয় সংস্করণ আরও অনেক আগে প্রকাশিত হওয়া উচিত ছিল, কিন্তু অন্যান্য বইয়ের কাজের চাপে এবং শারীরিক অসুস্থতার জন্য তা যথাসময়ে করা সম্ভব হয়নি। সেজন্য আমি দুঃখিত এবং আগ্রহী পাঠকদের কাছে ক্ষমাপ্রার্থী।
বর্তমান ‘দ্বিতীয়’ সংস্করণে অনেক নতুন তথ্য সংযোজন করা হল। বিভিন্ন অধ্যায়ের পাঠ্যবিষয়ের কিছু—কিছু সংশোধন করেছি। সংযোজিত তথ্যের কিছুটা অংশ পরিশিষ্ট ২ থেকে ৬—এর মধ্যে দেওয়া হয়েছে।
অসুস্থতার জন্য নিজে ভাল করে প্রুফ পড়তে অথবা সংশোধন করতে পারিনি। সেজন্য কিছু ভুলভ্রান্তি থেকে গেল, বিশেষ করে বানানে। সেজন্য পাঠকরা মার্জনা করবেন।
বিনয় ঘোষ
মার্চ ১৯৭৮
.
প্রথম সংস্করণের ভূমিকা
বাংলার বিদ্বজ্জন ও বিদ্বৎসভা সম্বন্ধে কয়েকটি প্রবন্ধের সমষ্টি হল ‘বাংলার বিদ্বৎসমাজ’ গ্রন্থ। বিশ্বভারতী পত্রিকা, চতুরঙ্গ, এক্ষণ প্রভৃতি পত্রিকায় কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। প্রবন্ধগুলির রচনাকাল বাংলা ১৩৬২ সন থেকে ১৩৭৮ সন পর্যন্ত বিস্তৃত। ‘বিদ্যা বিদ্বান বিদ্যালয় বিদ্যার্থীবিদ্রোহ’ নামে এই গ্রন্থের শেষ রচনাটি ‘এক্ষণ’ পত্রিকায় প্রকাশিত হয় ১৩৭৮ সনে। দীর্ঘ সতের—আঠার বছরের ব্যবধানে রচিত বিভিন্ন প্রবন্ধের মধ্যে কিছু পুনরাবৃত্তি ঘটতে পারে ঐতিহাসিক তথ্যের ও যুক্তির, যদিও প্রত্যেকটি প্রবন্ধ সম্পাদনকালে যথাসম্ভব সেই ত্রুটি সংশোধন করার চেষ্টা করেছি। ব্রিটিশ আমলে উনিশ শতকে আধুনিক যুগের বাঙালী বুদ্ধিজীবীর বিকাশকাল থেকে বর্তমানকাল পর্যন্ত বাংলার বিদ্বৎসমাজের নানাবিধ সমস্যা, সামাজিক চরিত্র ও ঐতিহাসিক ভূমিকার বিশ্লেষণ করা এই গ্রন্থের লক্ষ্য।
বিনয় ঘোষ
নববর্ষ ১৩৮০
Leave a Reply