ভূমিকা
বাংলা প্রকাশনা-জগতের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ও পারুল প্রকাশনীর কর্ণধার শ্রীগৌরদাস সাহা মহাশয়ের অনেকদিনের ইচ্ছা আমাকে দিয়ে অনেক কিছু লেখান। কিন্তু কিছুটা আমার স্বভাবগত আলস্য ও অনেকখানি আমার পারদর্শিতার অভাবে তাঁর সে-ইচ্ছা আমি পূরণ করতে পারিনি। তবে এবারে যখন রবীন্দ্রভারতীর প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তাঁর কাছে গিয়ে আমার ৭৫তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য তাঁর সহযোগিতা চাইল তখন তিনি প্রস্তাব দিলেন এই উপলক্ষ্যে তিনি আমার একটি নির্বাচিত রচনা সংকলন প্রকাশ করবেন। এবার আর তাঁর অনুরোধ এড়াতে পারলাম না। নতুন-পুরোনো কিছু লেখা জড়ো করে তাঁর হাতে তুলে দিলাম।
প্রসঙ্গক্রমে দু-একটি কথা নিবেদন করি। প্রথমত, এই বইয়ের নামকরণ প্রসঙ্গে। ব্যাকরণের প্রতি আমার আবাল্য অনুরাগের জন্য আমার বহুদিনের ইচ্ছা ছিল আমার একখানা বইয়ের নামকরণে ব্যাকরণের পরিভাষা ব্যবহার করব। সেই ইচ্ছাপূরণ করতে গিয়ে বর্তমানে ‘বহুব্রীহি’-র অবতারণা। ‘বহুব্রীহি’ শব্দের অর্থ যার বা যাতে অনেক ব্রীহি (= ধান > ফসল) আছে। এই বইতে আমার কিছু অকিঞ্চিৎকর চিন্তার ফসল সঞ্চিত আছে, তাই এই নামকরণ।
দ্বিতীয়ত, এ বইয়ের সংকলন প্রসঙ্গে। আমি দীর্ঘদিন ধরে প্রাক-আধুনিক বাংলা সাহিত্য, পুথিপাঠ, ব্যাকরণ ও ভাষাতত্ত্ব নিয়ে বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখে আসছি। ইদানীং এসব নিয়ে একটু রম্যরচনা ধরনের কথোপকথনমূলক রচনা লিখে পাঠকমহলের সাড়া পেয়েছি। এই সংকলনে তারও দু-একটা নমুনা রাখা হল।
নির্মল দাশ
বহুব্রীহি : নির্বাচিত রচনা-সম্ভার – ড. নির্মল দাশ
ভূমিকা
বাংলা প্রকাশনা-জগতের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ও পারুল প্রকাশনীর কর্ণধার শ্রীগৌরদাস সাহা মহাশয়ের অনেকদিনের ইচ্ছা আমাকে দিয়ে অনেক কিছু লেখান। কিন্তু কিছুটা আমার স্বভাবগত আলস্য ও অনেকখানি আমার পারদর্শিতার অভাবে তাঁর সে-ইচ্ছা আমি পূরণ করতে পারিনি। তবে এবারে যখন রবীন্দ্রভারতীর প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তাঁর কাছে গিয়ে আমার ৭৫তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য তাঁর সহযোগিতা চাইল তখন তিনি প্রস্তাব দিলেন এই উপলক্ষ্যে তিনি আমার একটি নির্বাচিত রচনা সংকলন প্রকাশ করবেন। এবার আর তাঁর অনুরোধ এড়াতে পারলাম না। নতুন-পুরোনো কিছু লেখা জড়ো করে তাঁর হাতে তুলে দিলাম।
প্রসঙ্গক্রমে দু-একটি কথা নিবেদন করি। প্রথমত, এই বইয়ের নামকরণ প্রসঙ্গে। ব্যাকরণের প্রতি আমার আবাল্য অনুরাগের জন্য আমার বহুদিনের ইচ্ছা ছিল আমার একখানা বইয়ের নামকরণে ব্যাকরণের পরিভাষা ব্যবহার করব। সেই ইচ্ছাপূরণ করতে গিয়ে বর্তমানে ‘বহুব্রীহি’-র অবতারণা। ‘বহুব্রীহি’ শব্দের অর্থ যার বা যাতে অনেক ব্রীহি (= ধান > ফসল) আছে। এই বইতে আমার কিছু অকিঞ্চিৎকর চিন্তার ফসল সঞ্চিত আছে, তাই এই নামকরণ।
দ্বিতীয়ত, এ বইয়ের সংকলন প্রসঙ্গে। আমি দীর্ঘদিন ধরে প্রাক-আধুনিক বাংলা সাহিত্য, পুথিপাঠ, ব্যাকরণ ও ভাষাতত্ত্ব নিয়ে বস্তুনিষ্ঠ প্রবন্ধ লিখে আসছি। ইদানীং এসব নিয়ে একটু রম্যরচনা ধরনের কথোপকথনমূলক রচনা লিখে পাঠকমহলের সাড়া পেয়েছি। এই সংকলনে তারও দু-একটা নমুনা রাখা হল।
নির্মল দাশ
Leave a Reply