বন্ধনী – সরোজকুমার রায়চৌধুরী
উৎসর্গ
শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসু
ভক্তিভাজনেষু-
উপন্যাসখানি ধারাবাহিকভাবে ‘উত্তরায়’ প্রকাশিত হইয়াছিল। ‘মক্ষিরাণী’ নামটি রবীন্দ্রনাথের ‘ঘরে-বাইরে’ হইতে লওয়া। বন্ধুরা বলেন, এজন্য একটা ঋণ স্বীকার করা প্রয়োজন। আমি বলি, কবিগুরুর কাছে ঋণ স্বীকার করার সত্যই কি কোনো প্রয়োজন আছে?
Safayet Khan
i like to read