বনের খবর – প্রমদারঞ্জন রায়
প্রথম সিগনেট সংস্করণ – শ্রাবণ ১৩৬৩
‘বনের খবর’ বাংলা সাহিত্যে বিংশ শতাব্দীর প্রথম দিকে রচিত এক অসামান্য স্মৃতিকথা । তাও বন-অরণ্যে ও মরুভূমি-প্রায় অঞ্চলে জরিপকালীন সময়ের । প্রমদারঞ্জন রায়ের সার্ভেয়ার জীবনে দেখা ১৮৯৯ থেকে ১৯২০ সালের কাহিনী রয়েছে এতে।
Leave a Reply