ফকির বাউল তন্ত্রের ডায়েরি – সোমব্রত সরকার
প্রথম প্রকাশ : কলকাতা বইমেলা ২০২০
.
উৎসর্গ
অনন্ত দুরন্ত দেশের
যে অচিন্ত্য মহাজন
.
মুখবন্ধ
ঘোরাই আমার স্বভাব। এলোমেলো ভাবে ঘুরতে ঘুরতে মাথার ভেতর এই ডায়েরি লেখার পরিকল্পনাটি কখন যে দানা বেঁধেছে তা আমি নিজেও জানি না।
কুড়ি বছর ধরে আমি গ্রামবাংলার ফকির, বাউল, ভৈরবী, তান্ত্রিক, অঘোরী, দরবেশ, সহজিয়াদের ডেরা, আখড়া, শ্মশান, আশ্রম, মাজারে ঘুরে বেড়াচ্ছি। এঁদের সঙ্গেই আমার ওঠাবসা, বসবাস। এঁদের ঘিরেই লেখালেখি। দুই বাংলা জুড়ে এঁদের মাঝেই আমার বেঁচে থাকা।
নদিয়া, কুষ্টিয়া, বীরভূম, নেত্রকোনা, মুর্শিদাবাদ, যশোর, বাঁকুড়া, বৃহত্তর সিলেট, বর্ধমান, রাজশাহী, অসম, নীলাচল, ময়মনসিংহ—দুই বাংলার আনাচেকানাচে প্রায় অশিক্ষিত, অল্পশিক্ষিত, একেবারেই নিরক্ষর লোকায়ত মানুষগুলোর সাধনা, আচার, জীবনপ্রণালীটা আদতে কেমন; গুরু, গোঁসাই, তান্ত্রিক, মুর্শেদের কাছে দীক্ষা পেয়ে সঙ্গিনী, বাউলানি, বৈষ্ণবী, ফকিরানি, অঘোরিনী মাতা, ভৈরবী সাধিকাদের সহায়তায় কীভাবে এই দেহসাধনা, যুগল ভজনা, কায়াবাদী সাধনা এখনও দাঁড়িয়ে আছে স্বমহিমায়, এতকাল ডায়েরি জুড়ে লিখে রেখেছি সেইসব আশা, প্রেম, অতীন্দ্রিয় ভাববাদের নানান টুকরো কথিকা, সবই এখানে সাজিয়ে দিয়েছি এগারোটি আখ্যানে।
আখ্যানগুলোর ভেতরে রয়েছে মানুষ দেখারই অভিজ্ঞতা। সেইসব পিছিয়ে পড়া মানুষ, যাঁদের সেই অর্থে কোনও জাগতিক চাওয়া—পাওয়া নেই, প্রাতিষ্ঠানিক শিক্ষাও নেই অথচ তাঁরাই গুরুর কাছে মুখ—বাহিত, মুখ—রক্ষিত ধর্মের শিক্ষাটুকু পেয়ে দেহতত্ত্বের পদ লিখতে পারেন, সংস্কৃত শ্লোক বলতে পারেন একেবারেই নির্ভুল উচ্চারণে। তাঁদের অনেকের কাছেই আছে লালশালু মোড়া গুরু—পরম্পরায় অর্জিত দেহযোগ, দেহক্রিয়া শিখবার গুহ্যজ্ঞানবিদ্যার পুথি। সেই পুথির সাহায্যে আর গুরুদের কাছে গোপন সাধনার দেহতরিকাগুলো রপ্ত করে এঁরাই যখন মার্গীয় কথাবার্তাগুলো বলতে থাকেন তখন আমার প্রাতিষ্ঠানিক শিক্ষার অহংকার ক্রমশই চুপসে যেতে থাকে। এখানে রইল তাঁদের মুখ থেকেই শোনা হটযোগ, প্রাণায়ামের কৌশলপ্রণালী। যার সাহায্যে দেহ খুলে, কুণ্ডলিনী জাগিয়ে এঁদেরই কেউ কেউ পৌঁছে গেছেন এমনই এক শক্তিমার্গে যেখানে দাঁড়াতে হয় একেবারে নতজানু হয়েই। লৌকিক অলৌকিক ভেদ উঠিয়ে আমি দেখেছি তেমন সব দেহবাদী নজির, যার সামনে দাঁড়াতে গিয়ে আমার বুক কেঁপেছে, শিহরণ জেগেছে শরীরে। ডায়েরিতে রয়েছে সেই অভিজ্ঞতারই খবর।
দীপ প্রকাশনের উদ্যোগে কুড়ি বছরের সেই ডায়েরি এবার প্রকাশ পেতে চলেছে। যেখানে রয়েছে দুই বাংলার মরমিয়াবাদী প্রান্তিক মানুষদের সমাজকাহিনি, যার অনেকখানিই অকথিত, গোপন ও গুপ্ত। পাঠকদের ভালো লাগলেই তবে আমার এই ডায়েরি লেখার সার্থকতা।
সোমব্রত সরকার
Leave a Reply