প্রিয়তমেষু – হুমায়ূন আহমেদ Book Content ০১. কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে ০২. রাত আটটা বাজতেই পুষ্পর ঘুম পেয়ে যায় ০৩. কলিংবেলটা কী সুন্দর করেই না বাজে ০৪. পুষ্প ঠাণ্ডা মেঝেতে হাত-পা এলিয়ে পড়ে আছে ০৫. জহিরের দাড়ি শেভ করবার ব্যাপারটা ০৬. পুষ্পদের বাড়িওয়ালা আওলাদ সাহেব ০৭. নিশাত বলল, ছটফট করছ কেন ০৮. মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ ০৯. রকিব জেগে আছে ১০. নিশাত খুব ভোরবেলায় তার মার বাড়িতে ১১. রকিব তিন দিন অফিসে এসেছে ১২. কোনো কারণে জহির রেগে আছে ১৩. বিখ্যাত লোকদেরই কি চেহারা খারাপ ১৪. পুষ্প হতভম্ব হয়ে তাকিয়ে আছে ১৫. দুপুরের খাবারের বিশাল এক আয়োজন ১৬. টেলিফোন ১৭. দুটি গোলাপগাছ মরে গেছে ১৮. আসামীর ক্রস একজামামিনেশন ১৯. নিশাত খুব কাঁদছে লেখক: হুমায়ূন আহমেদবইয়ের ধরন: উপন্যাস
Leave a Reply