প্রাচীন ভারত – সুকুমারী ভট্টাচাৰ্য
প্রথম প্ৰকাশ: জুন ১৯৯৮
প্রকাশক: সলিল কুমার গাঙ্গুলি, ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড
১২ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা ৭০০০৭৩
উৎসর্গ: প্ৰয়াত শ্ৰীসুধী প্রধান অগ্রজপ্রতিমেযু
প্রথম সংস্করণের ভূমিকা
প্রাচীন ভারত স্কুলপাঠ্য বই নয়। এটি প্রধানত প্রাগ্বৈদিক কাল থেকে গুপ্ত সাম্রাজ্য পর্যন্ত কালসীমার মধ্যে ভারতবর্ষের সংক্ষিপ্ত ইতিহাস, সমাজ ও ধর্মের বিবর্তনের বিবরণ। স্বভাবতই এটি অত্যন্ত সংক্ষিপ্ত, তথ্যের দিকে বেশ কিছু বর্জন করতে হয়েছে, নইলে জটিল ও ভারাক্রান্ত হয়ে উঠত। পুস্তিকাটির উদ্দিষ্ট পাঠক তাঁরা, যাঁরা বিদ্যালয়ে হয়তো কোনো স্তরে পাঠ্য হিসেবে এ সবই এককালে তথ্যবহুল পাঠ্যপুস্তকে পড়েছেন, কিম্বা তাঁরাও, যাঁরা সে সুযোগ হয়তো পাননি, অথচ মনে করেন যে সহজ করে ব্যাপারটা বলে দিলে তাঁদের জ্ঞানের একটা ফাঁক হয়তো ভরবে। সংক্ষেপে ইতিহাসের কাঠামোটা দিয়ে অর্থনীতি, রাষ্ট্রনীতি, পরিবার, ধর্মবিশ্বাস ও ধর্মাচরণের একটা সহজ বিবরণ এ বইতে দেওয়া গেল। যাঁর নির্দেশে এই বইটির রচনা, বহু চেষ্টায় তাড়াতাড়ি শেষ করেও এটি সেই সুধীদার হাতে দেওয়া গেল না; এ ক্ষোভ যাবার নয়।
ত্রুটি-অপূর্ণতার দায় অবশ্যই আমার। তবু এ সামান্য চেষ্টার ফসল কেউ যদি খামারে তোলেন তো তাকেই সার্থকতা মনে করব।
সুকুমারী ভট্টাচাৰ্য
.
গ্ৰন্থপঞ্জি
- অতুল সুর – ভারতের নৃতাত্ত্বিক পরিচয়, সাহিত্যলোক, ১৯৮৮ ৷
- অনির্বাণ (শ্ৰীমৎ) – বেদমীমাংসা, সংস্কৃত পুস্তক ভাণ্ডার, ১৩৮৫৷৷
- উদয় বন্দ্যোপাধ্যায় – বেদ সংকলন (২ খণ্ড), সংস্কৃত পুস্তক ভাণ্ডার, ১৪০৪৷৷
- উপেন্দ্ৰনাথ বিশ্বাস – ভারতবর্ষ ও বৃহত্তর ভারতের পুরাবৃত্ত, বি. সরকার অ্যান্ড কোং, ১৩৫৭।
- কালিপদ ভট্টাচার্য – বেদস্তুতি, সংস্কৃত পুস্তক ভাণ্ডার, ১৩৭৬৷
- কোসাম্বী ধর্মানন্দ – ভগবান বুদ্ধ, কলিকতা, ১৯৮০।
- গোপাল হালদার – সংস্কৃতির বিশ্বরূপ, মনীষা, ১৯৮৩।
- গোপেন্দু বন্দ্যোপাধ্যায় – বৈদিক সাহিত্য ও সংস্কৃতির রূপরেখা, সংস্কৃত পুস্তক ভাণ্ডার, ১৯৮৮।
- গোবিন্দগোপাল মুখোপাধ্যায় – সাংস্কৃতিকী, সংস্কৃত পুস্তক ভাণ্ডার, ১৯৮৪।
- গৌরী ধর্মপাল – গৌতমকুমার সরকার – ভারতের কৃষিপ্রগতি ও গ্রামীণ সমাজ, পশ্চিমবাংলা আকাদেমি, ১৯৯২।
- বেদের কবিতা, নবপত্র প্রকাশন, ১৩৯১৷
- দুর্গ কিংকর – সভ্যতা ও ধর্মে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস, ফার্মা কে. এল. মুখোপাধ্যায়, ১৩৭৭৷
- দেব কুমাব দাস – সংস্কৃত সাহিত্যের ইতিবৃত্ত, সারস্বত লাইব্রেরি, ১৪০৩।
- নরেন্দ্ৰনাথ ভট্টাচার্য – ভারতীয় জাতিবর্ণ প্ৰথা (২ খণ্ড), ফার্মা কে. এল. মুখোপাধ্যায়, ১৯৭৪, ১৯৮০।
- নরেন্দ্ৰনাথ ভট্টাচার্য – ভারতীয় ধর্মের ইতিহাস, কলিকতা, ১৩৮৪।
- নৃপেন্দ্ৰ গোস্বামী – বৈদিক সমাজ ও সংস্কৃতি, কলিকতা, ১৩৭৫৷
- পরিতোষ ঠাকুর (সম্পাদিত) – বেদ গ্রন্থমালা, সংস্কৃত পুস্তক ভাণ্ডার, ১৯৭১।
- প্রভাতকুমার ঘোষ – গঙ্গারিডি ও বঙ্গভূমি জে. এস. প্রকাশনী, ১৯৮৮ ৷
- বাসুদেবশরণ আগরওয়ালা – পাণিনিকালীন ভারতবর্ষ, চৌখাম্বা বিদ্যাভবন, ১৯৬৯।
- বিমানবিহারী ভট্টাচার্য – সংস্কত সাহিত্যের রূপরেখা, বিদ্যোদয় লাইব্রেরি, ১৯৮০।
- বিশ্বনাথ মুখোপাধ্যায় – বৈদিক ভাবনায় সোম, বর্ধমান বিশ্ববিদ্যালয়, ১৩৮৬৷
- ভরতকুমার রায় – প্রাচীন ভারতের লোকসাহিত্য, সংস্কৃত পুস্তক ভাণ্ডার, ১৯৮৮ ৷
- মিতা চট্টোপাধ্যায় – ভারতের দেবভাবনা, সংস্কৃত পুস্তক ভাণ্ডার, ১৩৭১৷
- যোগীরাজ বসু – বেদের পরিচয়, ফার্মা কে. এল. মুখোপাধ্যায়, ১৩৮৬৷
- যোগীন্দ্ৰনাথ বসু – বেদের মন্ত্রভাগে ঈশ্বর ও দার্শনিকতত্ত্ব, সংস্কৃত পুস্তক ভাণ্ডার, ১৯৬৫।
- যোগীন্দ্রনাথ বাগচি – বেদের মন্ত্রভাগে অধাতুবিদ্যা, সংস্কৃত পুস্তক ভাণ্ডার, ১৩৭১৷
- রণবীর চক্রবর্তী – প্রাচীন ভারতে অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে, আনন্দ পাবলিশার্স, ১৩৯৮।
- রামশরণ শৰ্মা – প্রাচীন ভারতের সামাজিক ইতিহাস, ওরিয়েন্ট লংম্যান, ১৯৯৬।
- রামশরণ শৰ্মা – প্রাচীন ভারতে শূদ্র (অনুবাদ), কে. পি. বাগচী, ১৯৮৯ ৷
- শান্তি বন্দ্যোপাধ্যায় – বৈদিক যুগের যাগযজ্ঞ, সংস্কৃত পুস্তক ভাণ্ডার, ১৯৮৮ ৷
- শান্তি বন্দ্যোপাধ্যায় – বৈদিক সাহিত্যের ইতিহাস সংস্কৃত পুস্তক ভাণ্ডার, ১৯৯৩।
- শ্যামা দাস – ঋগ্বেদের শক্তিসাধনা, শ্ৰীগুরু লাইব্রেরি, ১৩৭৬৷
- সমরেন রায় – বেদ বিচার, ফাৰ্মা কে. এল. মুখোপাধ্যায়, ১৩৯১৷
- সুকুমারী ভট্টাচার্য – প্রাচীন ভারত: সমাজ ও সাহিত্য, আনন্দ পাবলিশার্স, ১৯৮৮ ৷ (বর্তমান সংকলনে অন্তর্ভুক্ত)
- সুকুমারী ভট্টাচার্য – নিয়তিবাদ (২য় সংস্করণ), ক্যাম্প, ১৯৯৭
- সুকুমারী ভট্টাচার্য – ইতিহাসের আলোকে বৈদিক সাহিত্য, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, ১৯৯১।
- সুকোমল সেন – ভারতের সভ্যতা ও সমাজবিকাশে ধর্ম শ্রেণী ও জাতিভেদ, ন্যাশনাল বুক এজেন্সি, ১৯৯২।
- সুজিৎ চৌধুরী – প্রাচীন ভারতের মাতৃপ্রাধান্য, প্যাপিরাস, ১৯৯০।
- হেমন্তকুমার গঙ্গোপাধ্যায় – সমাজ সাহিত্য ও দর্শন, সংস্কৃত পুস্তক ভাণ্ডার, ১৯৭৩ ৷
- Allchin. B & R – The Birth of Indian Civilization, Penguin. 1968
- Basham, A . I – The Wonder that was India, Bombay, 1963
- Basu. Jogira – India of the Age of Brahmans. Calcutta. 969
- Bhattacharji. S – Literature in the edite Age, (2 vols). K P Bagchi & Co., 1980, 1982.
- সুকুমারী ভট্টাচার্য – প্রাচীন ভারতে নারী ও সমাজ (বর্তমান সংকলনে অন্তর্ভুক্ত)
- Chakada. H. C – Social life in finitent India, Calcutta, 920
- Chattopadhyaya, D P – History of Science and lechnology in. Ancient India. (Vol II), Calcutta, 1986, 99
- Cosambi D D – An Introduction to the Study of Indian listory, Popular Prakashan, 1975
- Majumdar, R C – The Vedic Age, London, 1951
- Majumdar, R C – The Classical Age, Bombay. 1954
- Mukhcrjee B N – Geness of Buddhism –lts Social Content. Calcutta, 1976
- Renon. I. – Vedic India, (Tr by P Spratt), Calcutta. 1952
- Sharma. R. S – Ancient India, NCERT, Delhi
- Shastr. K A N – A Comprehensive History of India, (Vol. 2) The Mauryas and the Satavahanas, Calcutta l957
Leave a Reply