প্রসন্ন পাষাণ – রশীদ করীম
প্রসন্ন পাষাণ – রশীদ করীম
প্রথম প্রকাশ : ১৯৬৩
উৎসর্গ
আমার স্ত্রীকে
.
প্রথম সংস্করণের ভূমিকা
শামসুর রাহমানের কাছে আমার কৃতজ্ঞতা স্বীকার করবার জন্যই বিশেষ করে এই পূর্বলেখের অবতারণা।
১৪৪ ও ১৪৬ পৃষ্ঠার কবিতা দুটি তিনি লিখে দিয়েছেন। আমার এই উপন্যাসের নায়কের মধ্যে হঠাৎ যখন কবিলক্ষণ দেখা গেল সেই সময় কবিতা দুটি লিখে দিয়ে শামসুর রাহমান আমাকে সঙ্কট থেকে উদ্ধার করলেন। অবশ্য ১৪০ পৃষ্ঠায় বায়রনের ছোট কবিতাটির অনুবাদকর্ম আমারই। এটা বলা আবশ্যক; তা না হলে অনুবাদের অপটুত্ব শামসুর রাহমানের ওপর আরোপিত হবার আশঙ্কা থাকে।
আনিস ব্রাদার্সের জনাব শফিউর রহমান সাহেব ও সেকান্দার মিঞার অফুরন্ত উৎসাহ ও অক্লান্ত পরিশ্রমের ফলেই এই উপন্যাসটির বহিরাবরণের পারিপাট্য সম্ভব হয়েছে। শিল্পী শাহতাব ও তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। এই উপন্যাসটির রচনাকাল : ২১.৬.৬২ থেকে ২৯.৭.৬৩।
রশীদ করীম
১২/৩ কে.এম. দাস লেন ঢাকা-৩
.
দ্বিতীয় সংস্করণের ভূমিকা
‘প্রসন্ন পাষাণ’ আমার দ্বিতীয় উপন্যাস; পুস্তক আকারে প্রথম প্রকাশিত হয় ১৯৬৩ সালে। এই উপন্যাসটিও পাঠক-পাঠিকা ও সমালোচকদের সহৃদয় অনুমোদন লাভ করে ধন্য হয়। গ্রন্থটির প্রকাশক প্রকাশনা গুটিয়ে নেবার ফলে ‘প্রসন্ন পাষাণ’ দীর্ঘকাল পুনর্মুদ্রিত হয় নি।
‘মুক্তধারা’র উদ্যোগে এই উপন্যাসটি আবার আজকের কৌতূহলী ও আগ্রহী পাঠকদের হাতে তুলে দিতে পেরে আমি একটি প্রিয় বস্তু পুনরুদ্ধারের আনন্দ লাভ করছি।
রশীদ করীম
কলাবাগান, ঢাকা
জুলাই ১৯৮৫
.
তৃতীয় সংস্করণের ভূমিকা
বিউটি বুক হাউসের প্রতিষ্ঠাতা হামিদুল ইসলামের আন্তরিক প্রচেষ্টায় ‘প্রসন্ন পাষাণ’ পুনরায় নতুন প্রজন্মের পাঠকদের হাতে তুলে দিতে পেরে আনন্দিত হয়েছি।
রশীদ করীম
ধানমন্ডি, ঢাকা
ফেব্রুয়ারি ২০০২
Leave a Reply