পৃথিবীর পথে – ম্যাক্সিম গোর্কি / অনুবাদ – খায়রুল আলম মনির
উৎসর্গ – তাসমিয়া ও তাজিয়া-কে
.
জীবন নিতান্তই এক ঘেয়ে, দুঃখ-কষ্টে ভরা, কিন্তু মানুষ বই পড়তে বসলেই সে সব একেবারেই ভুলে যায়।
–ম্যাক্সিম গোর্কি
আমার মধ্যে উত্তম বলে যদি কিছু থাকে, তার জন্য আমি বইয়ের কাছেই ঋণী।
–ম্যাক্সিম গোর্কি
.
কিছু কথা
ম্যাক্সিম গোর্কির জন্ম ১৮৬৮ সালে এবং মৃত্যু ১৯৩৬ সালে। তার জন্ম রাশিয়ায়। পৃথিবীখ্যাত এই রুশ লেখক খুব বেশি না লিখলেও যতোটুকু লিখেছেন তা বিশ্ববাসীর কাছে এক অমূল্য সম্পদ। তার কালজয়ী এবং অমর রচনা ‘মা’ আজো বিশ্বের কোটি কোটি পাঠক পড়েন আগ্রহ সহকারে। তার তিনখণ্ডে রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার ছেলেবেলা’, ‘পৃথিবীর পথে’, এবং ‘পৃথিবীর পাঠশালায়’ তিনি তার জীবনের কঠিন এবং রূঢ় বাস্তব দিকগলো তুলে ধরেছেন অত্যন্ত সুন্দরভাবে। তার সময়ের রাষ্ট্র, সমাজ এবং পরিবর্তনশীল মানবজীবনের জীবন কাঠামোকে তিনি নিখুঁত তুলির আঁচড়ে অঙ্কন করেছেন। এটি ম্যাক্সিম গোর্কির দ্বিতীয় আত্মজীবনীমূলক রচনা পৃথিবীর পথে। তিনি তার বাস্তবজীবনের ঘটে যাওয়া নানাদিক এ পর্বে তুলে ধরেছেন।
খায়রুল আলম মনির
ঢাকা। ২০ এপ্রিল, ২০১২
Leave a Reply